ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রক্টরসহ বিভিন্ন দপ্তরে নতুন দায়িত্বে শিক্ষকরা


গো নিউজ২৪ | বেরোবি করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: আগস্ট ৭, ২০১৭, ০৪:৪৯ পিএম আপডেট: আগস্ট ৭, ২০১৭, ১০:৪৯ এএম
প্রক্টরসহ বিভিন্ন দপ্তরে নতুন দায়িত্বে শিক্ষকরা

বেরোবি(রংপুর): রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশাসনিক দপ্তরে শিক্ষকদের নতুন দায়িত্ব দেয়া হয়েছে।

গেল রোববার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহম্মদ ইব্রাহীম কবীর স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন স্মারকে দেয়া এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়া শিক্ষকরা হচ্ছেন- অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মোরশেদ হোসেনকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. গাজী মাজহারুল আনোয়ারকে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়াও ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. মো. নজরুল ইসলামকে। একই দপ্তরে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আরা তানজিয়া এবং লোকপ্রশাসন বিভাগের প্রভাষক জনাব জুবায়ের ইবনে তাহেরকে।

অপরদিকে, মেয়েদের একমাত্র আবাসিক হল শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা এবং সহকারী প্রভোস্ট হিসেবে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া তোফাজ, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ইসমিতা তাসনিম, ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের প্রভাষক আয়েশা ছিদ্দিকা এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক কুন্তলা চৌধুরীকে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে।

গোনিউজ/এন

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল