ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

পাসের হার ৭১.৩০, জিপিএ-৫ পেয়েছে ৫২৯৪


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট , রাজশাহী প্রকাশিত: জুলাই ২৩, ২০১৭, ১০:১২ এএম
পাসের হার ৭১.৩০, জিপিএ-৫ পেয়েছে  ৫২৯৪

রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এ বছর পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২শ' ৯৪ জন শিক্ষার্থী। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার রোববার (২৩ জুলাই) বেলা ১১টায় এই তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত ফলাফল দুপুর ১টায় শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান বোর্ডের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

এদিকে, তাৎক্ষণিকভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায় গতবারের চেয়ে এবছর রাজশাহী শিক্ষাবোর্ডের
এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির কমেছে। গত ববছর বোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ৪০ শতাংশ। ফলে পাসের হার কমেছে ৪ দশমিক ১ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছি ৬ হাজার ৭৩ জন। এবার পেয়েছে ৫ হাজার ২শ' ৯৪ জন। ফলে জিপিএ-৫ কমেছে  ৭শ' ৭৯ জনের।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার জানান, এই শিক্ষাবোর্ড থেকে এবার মোট ১ লাখ ২৩ হাজার ৬শ’ ১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। আগের বছর ছিল ১ লাখ ৭ হাজার ৯০ জন। ফলে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৬ হাজার ৫শ’ ২৬ জন। ঝরে পড়ার হার কমে যাওয়ায় এবং পাসের হার বাড়ায় প্রতি বছর পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন পরীক্ষা নিয়ন্ত্রক।

তিনি জানান, রাজশাহী বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় এবার ৬৮ হাজার ১শ’ ২৯ জন  ছাত্র এবং ৫৫ হাজার ৪শ’ ৮৭ জন ছাত্রী রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৭শ’ ৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৫শ’ ৬২ জন, জিপিএ উন্নয়ন ১ হাজার ১শ’ ১৪ জন ও প্রাইভেট পরীক্ষার্থী রয়েছে ১শ’ ৬০ জন।

এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩৩ হাজার ৮শ’ ৩৬, মানবিক থেকে ৬৮ হাজার ৫শ’ ৪৮ এবং বাণিজ্য বিভাগ থেকে ২১ হাজার ২শ’ ৩২ জন অংশ নিচ্ছে। আজ রাজশাহী শিক্ষাবোর্ডের মোট ১শ’ ৯৪টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

গো নিউজ২৪/এএইচ

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল