ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে বাউবির ১৭ পরীক্ষার্থী বহিষ্কার


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৫, ০৮:১১ পিএম
লক্ষ্মীপুরে বাউবির ১৭ পরীক্ষার্থী বহিষ্কার

লক্ষ্মীপুর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, নকলে সহযোগিতার দায়ে দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
 
শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যা নিকেতন বিদ্যালয় কেন্দ্রে বাউবির এসএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী এ  নির্দেশ দেন।
 
বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ফারহানা আক্তার, আবদুল কাউয়ুম, জহিরুল ইসলাম, রাকিব হোসেন, সাইদুল ইসলাম, ইউসুফ আলী, মমতাজ বেগম, মরিয়ম বাশার, আয়েশা আক্তার, রাকিব হোসেন, শাহিন আক্তার, হাফিজ উল্লাহ, আল মামুন, হাছিনা আক্তার ও ফজলে রাব্বির নাম জানা গেছে।
 
দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন ও শিক্ষক দেবরত সরকার।
 
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, বাউবির অধীনে চলমান এসএসসি পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজ্জাদুল হাসান পরীক্ষাকেন্দ্রে গিয়ে নকলের বিষয়টি দেখতে পান। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে বই, গাইড ও নোট বই উদ্ধার করা হয়। এতে তাৎক্ষণিক ১৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
 
এ সময় নকলে সহযোগিতা করার অপরাধে কক্ষ পরিদর্শক দেবরত সরকার ও বালিকা বিদ্যা নিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
 
জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী গো নিউজকে বলেন, বাউবির অধীনে এসএসসি পরীক্ষা চলাকালে কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যা নিকেতন বিদ্যালয়ে ১৭ শিক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 
প্রধান শিক্ষক আবুল হোসেনকে সব ধরনের পরীক্ষার দায়িত্ব থেকে আজীবন বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
 
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ৭ নভেম্বর ২০১৫

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল