ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

চাকরি গেল ৬৭৮ শিক্ষকের, ফেরত নেওয়া হবে সব বেতন-ভাতা


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৩, ২০২৩, ১০:০৬ এএম
চাকরি গেল ৬৭৮ শিক্ষকের, ফেরত নেওয়া হবে সব বেতন-ভাতা

এমপিওভুক্তির সময় সনদ জালিয়াতি করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি নেওয়া ৬৭৮ শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বেতন-ভাতা বাবদ নেওয়া অর্থ ফেরত ও ফৌজদারি মামলাসহ সাত দফা শাস্তি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে সনদ জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়েছে।

১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব (অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা) মো. সেলিম শিকদার স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাই-বাছাই করে ৬৭৮ জন শিক্ষক-কর্মচারীর জাল সনদ শনাক্ত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি সনদ প্রদানকারী দপ্তর প্রধান/প্রতিনিধি সমন্বয়ে অভিযুক্ত শিক্ষক/কর্মচারীদের সনদের সত্যতা যাচাই পূর্বক ৬৭৮ জনের জাল সনদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

৬৭৮ জন জাল সনদধারী শিক্ষক/কর্মচারীদের বিরুদ্ধে যে সাত ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয় সেগুলো হলো:

>> জাল সনদধারী শিক্ষক/কর্মচারীদের এমপিও বন্ধ এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাকুরীচ্যুত করা।

>> অবৈধভাবে গ্রহণকৃত বেতন ভাতা সরকারি কোষাগারে ফেরৎ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা।

>> যারা অবসরে গেছেন তাদের অবসরের সুবিধা প্রাপ্তি বাতিল করা।

>> যারা স্বেচ্ছায় অবসর নিয়েছেন তাদের আপত্তির টাকা অধ্যক্ষ/প্রধান শিক্ষকের মাধ্যমে আদায় করা।

>> বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জাল সনদধারী শিক্ষক/কর্মচারীদের অবসর ভাতা/কল্যাণ ট্রাস্টের ভাতা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাল সনদধারীদের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।

>> জাল সনদধারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ফৌজদারি অপরাধের মামলা দায়ের।

>> জাল সনদধারীদের নিয়োগ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ।

শিক্ষা বিভাগের আরো খবর
প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে আবেদন

প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে আবেদন

ওয়েস্ট এন্ড স্কুলের এলামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে তামাক থেকে দূরে থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর

স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে তামাক থেকে দূরে থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর

সব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার  ও ডিজিটাল ডিভাইস স্থাপনের নির্দেশ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস স্থাপনের নির্দেশ

বঙ্গবন্ধুকে নিয়ে ঢাবি শিক্ষক সমিতির শোক বিজ্ঞপ্তিতে ৩০টি ভুল

বঙ্গবন্ধুকে নিয়ে ঢাবি শিক্ষক সমিতির শোক বিজ্ঞপ্তিতে ৩০টি ভুল

৫ বছরে কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস নেই, যা ছড়িয়েছে সব গুজব

৫ বছরে কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস নেই, যা ছড়িয়েছে সব গুজব