ঢাকা শনিবার, ০৩ জুন, ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১০:০৩ এএম আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১০:১৮ এএম
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ(২৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার।দুপুরে সচিবালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে এই ফল প্রকাশ করা হবে।

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান  এ তথ্য জানান।  ফল প্রকাশ উপলক্ষে আজ (মঙ্গলবার) দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, এতে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও সচিব ফরিদ আহাম্মদ।

এবার প্রাথমিকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলাভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে জেন্ডারভিত্তিক মেধা অনুসারে প্রদান করা হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৩ বছর পর আলাদাভাবে বৃত্তি পরীক্ষায় বসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। সারাদেশে বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় প্রায় ছয় লাখ শিক্ষার্থী। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। দুই ঘণ্টার এই পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়।

যেভাবে ফল জানা যাবে

বৃত্তি পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধদিপ্তরের ওযবেসাইট এই লিংতে  ক্লিক করুন www.dpe.gov.bd  এবং স্থানীয়ভাবে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে পাওয়া যাবে।

এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

DPEThana/Upazila Code No.Roll Number-Year and Send to 16222

২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে প্রাথমকি শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় প্রাথমিক বৃত্তি প্রদান করা সম্ভব হয়নি।


গোনিউজ২৪/আর এ জে

শিক্ষা বিভাগের আরো খবর
এবার ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী সার্টিফিকেট পোড়ালেন

এবার ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী সার্টিফিকেট পোড়ালেন

ঢাবি শিক্ষকের প্রবন্ধে অর্ধেকেরও বেশি চুরি

ঢাবি শিক্ষকের প্রবন্ধে অর্ধেকেরও বেশি চুরি

নতুন শিক্ষাক্রমে ২০২৬ সালে এসএসসি পরীক্ষাঃদীপু মনি

নতুন শিক্ষাক্রমে ২০২৬ সালে এসএসসি পরীক্ষাঃদীপু মনি

চাকরি গেল ৬৭৮ শিক্ষকের, ফেরত নেওয়া হবে সব বেতন-ভাতা

চাকরি গেল ৬৭৮ শিক্ষকের, ফেরত নেওয়া হবে সব বেতন-ভাতা

এমপিওভুক্ত হচ্ছেন যেসব অঞ্চলের শিক্ষক-কর্মচারী

এমপিওভুক্ত হচ্ছেন যেসব অঞ্চলের শিক্ষক-কর্মচারী

প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক নিতে চাওয়ায় প্রাথমিকের তিন শিক্ষক বরখাস্ত

প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক নিতে চাওয়ায় প্রাথমিকের তিন শিক্ষক বরখাস্ত