ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ায় ব্যবসায়ীদের অভিবাসন নিয়ে ওয়েবিনার আয়োজন


গো নিউজ২৪ | অর্থনীতি প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ১১:৪৭ এএম
অস্ট্রেলিয়ায় ব্যবসায়ীদের অভিবাসন নিয়ে ওয়েবিনার আয়োজন

সাউথ অস্ট্রেলিয়া, হ্যাঁ এটা অস্ট্রেলিয়ার দক্ষিণ প্রান্তেই অবস্থিত। তবে অফিসিয়ালি এটা অস্ট্রেলিয়ার একটা স্টেটেরও নাম। প্রকৃতিগত সাদৃশ্যের কারণে অনেক সময় একে টেক্সাসের সহোদরা বলা হলেও এখানে নেই কোনো ওয়াইল্ড ওয়েস্টের  বারুদের গন্ধ। বরং শান্তির চাঁদর বিছানো এক ঢেউ খেলানো মনোরম  উপত্যকা যেন।  কৃষি আর খনিজ সম্পদে ভরপুর এই প্রদেশ তার উদার দুয়ার অবারিত করে দিয়েছে সমস্ত পৃথিবীর মানুষের জন্য।  ১০ই আগস্ট মঙ্গলবার সে উপলক্ষেই একটি ওয়েবিনার পরিচালনা করা হচ্ছে।  দারুণ ব্যাপারটা হলো এবারের ওয়েবিনারটা হচ্ছে একেবারে সরাসরি সরকারের নিজস্ব উদ্যোগে।  

এডুএইড এর প্রতিষ্ঠাতা ও সি. ই. ও. কাজী আহসান এর মতে, সরাসরি সরকারি ব্যবস্থাপনায় অভিবাসন নিয়ে এই ধরণের কোনো  উদ্যোগ এই প্রথম।  তার মতে, অভিবাসন আগ্রহী ব্যবসায়ীদের   জন্য এটি একটি দুর্লভ সুযোগ।  কারণ উদ্ভাবনী ব্যবসায়ীদের  জন্য এই অনিন্দ্য সুন্দর দেশটি শুধু একটি দারুণ আবাসনই নয় বরং বিনিয়োগের উর্বর ভূমিও বটে।  

আর সে ব্যাপারেই খুঁটিনাটি সমস্ত কিছু সরকারী প্রতিনিধির কাছে বুঝে নিতে পারবেন উৎসাহী ব্যবসায়ীরা ।  ইতিপূর্বে অভিবাসন সম্পর্কিত তথ্যগুলি সংগ্রহ করা হতো বিভিন্ন সরকারি বেসরকারী ওয়েবসাইট থেকে। এই প্রথম ইচ্ছুক ব্যক্তিরা ওয়েবিনারের মাধ্যমে প্রশ্নোত্তর প্রক্রিয়ায়  অংশগ্রহণ করতে পারবেন । অস্ট্রেলিয়ার অন্যতম প্রবৃদ্ধিশীল  এই স্টেটটির রাজধানীর নাম হলো এডেলেইড  সিটি, অর্থাৎ অভিজাত মানুষের শহর।  আর তাইতো সারা বিশ্বের মধ্যে বাসযোগ্যতার দিক থেকে তার অবস্থান হলো তৃতীয়।

সাউথ অস্ট্রেলিয়া'র প্রাদেশিক সরকার সমস্ত বিশ্বজুড়ে ব্যবসায়ী  এবং দক্ষ ব্যক্তিদের এখানে অভিবাসনের জন্য শুধু উৎসাহিতই  করছে না বরং সমস্ত পদ্ধতিটিকে অত্যন্ত যত্ন ও গভীর নিষ্ঠার সাথে পরিচালনা  করছে।  একেবারে মৌলিক তথ্য থেকে শুরু করে, মনোনয়ন পদ্ধতি, এমনকি নবাগত অবিভাসীদের ভিসা পরবর্তী সেবা প্রদান সহ  সবরকম সুযোগ সুবিধা প্রদান করছে। 

এই ওয়েবিনারে বিনামূল্যে নিবন্ধন করা যাবে। ওয়েবিনার ১০ আগস্ট ২০২১, বাংলাদেশ সময় সকাল ১১টা, অস্ট্রেলিয়া সময় দুপুর ৩টায়, লাইভ অনুষ্ঠিত হবে । আয়োজনটি এডুএইড সি.ই.ও এবং  অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড'র  লাইসেন্সধারী অভিবাসন বিশেষজ্ঞ কাজী এ. এইচ.এস. আহসান এবং সাউথ অস্ট্রেলিয়ার প্রাদেশিক সরকারের পক্ষ থেকে মি. অ্যান্ড্রু  ক্লিমেক (Andrew Klimek) যৌথ ভাবে পরিচালনা করবেন ।  নিবন্ধন করতে পারবেন এই লিংকে গিয়ে-Click here
 

অর্থনীতি বিভাগের আরো খবর
৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা