ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লকডাউনেও সঞ্চয়পত্র বিক্রি থেমে নেই


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ১১:৩৩ এএম
লকডাউনেও সঞ্চয়পত্র বিক্রি থেমে নেই

সরকারের কঠোর লকডাউনের মধ্যে ব্যাংক লেনদেন সীমিত করা হলেও সঞ্চয়পত্র বিক্রি থেমে নেই। তবে বছরের অন্যদিনগুলোর চেয়ে এ সময়ে কমেছে বিক্রি।

একই সঙ্গে গ্রাহক না থাকায় ব্যাংকের কাউন্টারগুলো কমিয়ে এক-তৃতীয়াংশ করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ঘুরে এ চিত্র দেখা গেছে।

এদিন সকাল ১০টার পর পরই গ্রাহকের উপস্থিতি কিছুটা দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে গ্রাহকের উপস্থিতি। সঞ্চয়পত্র বিক্রি ও জমা দেয়া যাচ্ছে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

সঞ্চয়পত্র জমা দিতে আসা আলী আহমেদ নামে এক ব্যক্তি বলেন, লকডাউন চলতে থাকায় প্রথমে ভেবেছিলাম আসব না। পরে দেখলাম ব্যাংক লেনদেন চললেতো যাওয়া যায়। তবে পথে চলতে পুলিশি চেকপোস্টে পড়তে হচ্ছে, কারণ জানালে তারা ছেড়ে দিচ্ছে।

হামিদা নামে অপর একজন বলেন, এখন কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ কারণে অনেকেই ব্যাংক কিংবা বাসার বাইরে যেতে ভয় পাচ্ছে। আমার এ কাজটা কয়েকদিন আগের ছিল। আজ কিছুটা ঝুঁকি নিয়েই এসেছি।

এখানে দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, এখনও মানুষের কাছে আতঙ্ক তৈরি হয়েছে। এ কারণে তারা এখন ব্যাংকমুখী হচ্ছেন না।

অপর এক কর্মকর্তা বলেন, কঠোর বিধিনিষেধের শুরুতে কোনো গ্রাহক আসেনি। এখন যতদিন যাচ্ছে তত গ্রাহকের উপস্থিতি দেখা যাচ্ছে।

জাতীয় সঞ্চয় অধিদফতর সূত্র জানায়, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে সরকার ২০ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। অর্থবছরের প্রথম পাঁচ মাসেই (জুলাই-নভেম্বর) সরকার লক্ষ্যমাত্রার ১৯ হাজার ৪৪ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে। অর্থাৎ যে পরিমাণ অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল, তার ৯৫ দশমিক ২২ শতাংশই অর্জিত হয়ে গেছে প্রথম পাঁচ মাসে।

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?