ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশে কর্মসংস্থানের নতুন উদ‌্যোগ নিয়েছে সরকার


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২, ২০২০, ০৪:৪৯ পিএম আপডেট: আগস্ট ২, ২০২০, ০৪:৫১ পিএম
দেশে কর্মসংস্থানের নতুন উদ‌্যোগ নিয়েছে সরকার

দেশে নতুন কর্মসংস্থানের উদ‌্যোগ নিয়েছে সরকার। এই উদ‌্যোগ বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত ৪ প্রতিষ্ঠানকে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো—প্রবাসী কল্যাণ ব্যাংক, পল্লী কর্মসংস্থান ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।  বৃহস্পতিবার (৩০  জুলাই) অর্থ বিভাগ থেকে এই অর্থ ছাড় করা হয়েছে।

জানতে চাইলে অর্থ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ইতোমধ্যে বিদেশ থেকে অনেক কর্মী বেকার হয়ে দেশে ফিরে এসেছেন। তাদের সহায়তা দিতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার কোটি টাকার একটি ফান্ড গঠনের ঘোষণা দিয়েছিলেন। তারই আলোকে বাজেট থেকে এই অর্থ বরাদ্দ সহায়তা দেওয়া হয়েছে। 

এই কর্মকর্তা আরও বলেন, প্রথম পর্যায়ে রাষ্ট্রীয় ৩ ব্যাংক ও ১ ক্ষুদ্র ঋণদানকারী সংস্থাকে ২৫০ কোটি টাকা করে মোট ১ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে।  এই অর্থ নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য দেওয়া হবে। ’ তিনি  বলেন, ‘বিশেষ করে যে সব প্রবাসী করোনা বিপর্যয়ে চাকরিচ্যুত হয়ে দেশে ফিরেছেন, তাদের কর্মসংস্থানে ভূমিকা রাখবে। তারা নিজ-নিজ অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন করে আরও কর্মসংস্থান সৃষ্টি করবেন।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।

এর আগে, ২০১৬-২০১৭ অর্থবছরে ২ হাজার কোটি টাকা, ২০১৫-২০১৬ অর্থবছরে ১ হাজার ৮০০ কোটি টাকা, ২০১৪-২০১৫ অর্থবছরে ৫ হাজার কোটি টাকা ও ২০১৩-২০১৪ অর্থবছরে ৪ হাজার ১০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন করা হয়েছিল।

তবে, চলতি (২০২০-২১) অর্থবছরে ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণে কোনো বরাদ্দ রাখা হয়নি।

গোনিউজ২৪/এন

অর্থনীতি বিভাগের আরো খবর
৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা