ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
বিদেশে আটকা পড়া গ্রাহকদের

ক্রেডিট কার্ডের লিমিট বাড়াতে নির্দেশ


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩০, ২০২০, ০৭:২৬ পিএম আপডেট: মার্চ ৩০, ২০২০, ০৭:২৭ পিএম
ক্রেডিট কার্ডের লিমিট বাড়াতে নির্দেশ

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে বিদেশে আটকা পড়া গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের লিমিট (লেনদেন সীমা) বাড়াতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আর যাদের ক্রেডিট কার্ড নেই, তাদের অনুরোধে বিদেশের ব্যাংক অ্যাকাউন্ট অথবা এক্সচেঞ্জ হাউজের কাছে প্রয়োজনীয় অর্থ পাঠানোরও নির্দেশনা দিয়েছে ব্যাংকগুলোর এ নিয়ন্ত্রণ সংস্থা।

করোনাভাইরাসের পরিবর্তিত পরিস্থিতিতে রোববার রাতে (২৯ মার্চ) প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোকে এমন নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এখন একজন বাংলাদেশির ভ্রমণ কোটায় বছরে ১২ হাজার ডলার ও মেডিকেল কোটায় ১০ হাজার ডলার বিদেশে ব্যয় করার সুযোগ রয়েছে। কিন্তু যারা বিদেশে আটকা পড়েছেন তারা এ সীমার বেশি খরচ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা জানান, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে অনেক দেশে লকডাউন চলছে। এতে করে পুরো বিশ্ব এখন প্রায় বিছিন্ন।

এ অবস্থায় বাংলাদেশ থেকে ব্যবসায়িক কাজ, চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে অনেকে বিদেশে গিয়ে আটকা পড়েছেন। তাদের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে ফোন ও ইমেইল করে জানানো হয়েছে যে, তাদের ক্রেডিট কার্ডের লিমিট শেষ হয়ে গেছে।

এখন প্রয়োজনীয় খরচ করার অর্থ তাদের কাছে নেই। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের সহায়তায় এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গোনিউজ২৪/এন

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?