ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্যানারিতে কাঁচা চামড়া সংগ্রহে অনীহা ব্যবসায়ীদের


গো নিউজ২৪ | লোটন আচার্য্য, সাভার প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৯, ১২:৩১ পিএম
ট্যানারিতে কাঁচা চামড়া সংগ্রহে অনীহা ব্যবসায়ীদের

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাভারের চামড়া শিল্প নগরী ট্যানারিতে আসছে কাঁচা চামড়া। তবে গত বছরের চামড়া মজুদ থাকায় ট্যানারি মালিকরা নতুন চামড়া ক্রয়ে অনিহা প্রকাশ করছে। লাখ টাকার কাঁচা চামড়া হাজার টাকায় বিক্রি করতে পারছে না মৌসুমি ব্যবসায়ীরা। তবে ট্যানারি মালিকদের দাবি সঠিকভাবে মজুদ না করতে পারায় ন্যায দাম থেকে বঞ্চিত হচ্ছে মৌসুমি ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, বুধবার দুপুরে সাভারে অবস্থিত চামড়া শিল্প নগরী ট্যানারিতে এক ট্রাক চামড়া নিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ী ওসমান। ৬ লাখ টাকার চামড়া ১ লাখ টাকায় বিক্রি করতে না পেরে পচে র্দুগন্ধ বের হচ্ছে ।  

মৌসুমি ব্যবসায়ী ওসমান মোল্লা জানান, সিলেটের সুনামগঞ্জ থেকে ২৮ হাজার টাকা ট্রাক ভাড়া করে ট্যানারিতে এসেছেন। কিন্তু সেই ভাড়াটুকুও চামড়া বিক্রি করে উঠছে না বলে দুঃখ প্রকাশ করেন। একের পর এক ট্যানারি মালিকদের দারে দারে ঘুরেও ১০ হাজার টাকা বিক্রি করতে না পেরে হতাশ তিনি।

অপরদিকে জামান লেদার, শাহী লেদার ,ব্যাগল ফ্যালি ,এইচ.এম লেদার ,সারোয়ার লেদার , কালু লেদার  ট্যানারি মালিকরা জানান, গত বছরের কোরবানির পশুর চামড়া এখনো মজুদ রয়েছে । বিদেশী ক্রেতাদের সাঁড়া না পাওয়ায় ব্যবসায়ে মন্দা কাটিয়ে ওঠতে পারছেন না তারা । ইউরোপের দেশ গুলোর ক্রেতা ক্রমান্বয়ে কমে যাওয়ায় ব্যবসায়ে মন্দাভাব চলছে বলে  দাবি ট্যানারি মালিকদের । তাই নতুন করে চামড়ায় বিনিয়োগ   করতে অনিহা প্রকাশ করছে এদের অনেকেই । তবে মৌসুমি নতুন ব্যবসায়ীরা সঠিকভাবে চামড়া মজুদ করতে না পারায় ন্যায দাম পাচ্ছে না বলে দাবি করেন একাধিক ট্যানারি মালিক । 

এ বিষয়ে রাইসা লেদারের ম্যানেজার গিয়াস উদ্দিন জানান, এ বছর চামড়া দশ হাজার নতুন করে ক্রয় করা হয়েছে। তবে গত বছরের চামড়া মজুদ থাকায় ব্যবসায়ীদের নতুন করে চামড়া ক্রয়ে কিছুটা অনিহা রয়েছে ।কারণ রপ্তানীকারক ইতালি, জাপান, রাশিয়া মতো দেশ গুলোর সাথে ব্যবসায়ী মন্দার কথা জানান তিনি। তবে মন্দাভাব কাটিয়ে উঠতে পারলে চামড়া দাম ভালো পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি ।

সারোয়ার লেদারের মালিক মিলন জানান, কয়েক হাজার কাঁচা  চামড়া ক্রয় করা হয়েছে । তবে মৌসুমি ব্যবসায়ীরা সঠিকভাবে চামড়া লবণ দিয়ে মজুদ ও বৃষ্টির পানিতে ভিজে   চামড়া নষ্ট হয়ে গিয়েছে  বলে জানান তিনি। তাই ট্যানারি মালিকরা নষ্ট চামড়া ক্রয়ে  অনিহা প্রকাশ  করছে । তবে লবণযুক্ত ভালো চামড়া পেলে ক্রয় করবেন বলে জানান ওই ট্যানারি মালিক।

গো নিউজ২৪/এমআর

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?