ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছুটির দিনে জমে উঠেছে বাণিজ্য মেলা


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৯, ০৪:১৯ পিএম
ছুটির দিনে জমে উঠেছে বাণিজ্য মেলা

ঢাকা: শুরু হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নির্বাচনের কারণে এবার মেলা শুরু হয় দেরিতে। আজ তৃতীয় দিনে মেলা জমে উঠেছে পুরোদমে। ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় বেশি লক্ষ্য করা গেছে।

শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় আয়োজিত বাণিজ্য মেলায়  গিয়ে দেখা যায় এখনও প্রস্তুতি সম্পন্ন হয়নি স্টলগুলোতে। তবুও দর্শনার্থীদের অভাব নেই। সকাল থেকে দর্শনার্থীদের তেমন উপস্থিতি না থাকলেও জুমার নামাজের পর থেকে আসতে শুরু করে দর্শনার্থীরা।

এদিকে মেলার বিভিন্ন স্টলের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এখনও বেচা-বিক্রি শুরু হয়নি। শুধুমাত্র খাবারের দোকানগুলোতে বিক্রি চলছে। মানুষ এসে দেখছে সব। আর সব স্টল, প্যাভিলিয়নে সব ধরনের পণ্য এখন পর্যন্ত প্রদর্শন করা সম্ভব হয়নি। কিছু কিছু স্টলে এখনও চলছে সাজগোজের কাজ, কোনো কোনো স্টলে এখনও কোনো পণ্য ওঠেনি।

মেলা সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্যমেলা জমতে থাকে শুরুর সপ্তাহখানেক পর থেকে। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলায় দর্শনার্থীদের উপস্থিতি বেশি হয়ে থাকে। সেই অনুযায়ী আজ মেলায় তৃতীয় দিন হলেও শুক্রবার বলে মেলায় প্রাণ এসেছে।

এবারের মেলায় বাংলাদেশের কয়েকশত প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর পাশাপাশি ২২টি দেশ থেকে ৫২টি স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন এ মেলায়।

আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ১০টা পর্যন্ত।

গো নিউজ২৪/এমআর

 

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?