ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে আরেক দফা দাম কমলো ওয়ালটন টিভির


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৩০, ২০১৮, ১১:৪৩ এএম
বিশ্বকাপে আরেক দফা দাম কমলো ওয়ালটন টিভির

ঢাকা: ফুটবল বিশ্বকাপের এবারের আসর হয়ে উঠেছে রোমাঞ্চকর। ফলে সারাদেশে ব্যাপক হারে টেলিভিশনের বিক্রি বেড়েছে। তাই দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের কারখানায় উৎপাদন বাড়ানো হয়েছে। ফলে পণ্যপিছু উৎপাদন ব্যয় কমছে। এর সুবাদে টিভির দাম আবারও কমালো ওয়ালটন।


ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, বিশ্বকাপকে ঘিরে মডেল ভেদে ওয়ালটন টিভির দাম ৫ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। ডিজাইন ও কালারে আনা হয়েছে বৈচিত্র্য। এসেছে কয়েকটি নতুন মডেল। ফিফা বিশ্বকাপ উপলক্ষে এর আগেও একবার ওয়ালটন টিভির দাম ৫ হাজার টাকা পর্যন্ত কমানো হয়।


ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর ও টেলিভিশন সেলস বিভাগের প্রধান মারুফ হাসান জানান, বড় পর্দার ওয়ালটনের ৪৯ ও ৫৫ ইঞ্চি টিভি কেনা যাচ্ছে যথাক্রমে ৫৪ হাজার ৯০০ ও ৬৪ হাজার ৯০০ টাকায়। ৩২ ইঞ্চি টিভির দাম ১ হাজার ১৯০ টাকা কমিয়ে এখন করা হয়েছে ১৮ হাজার ৮০০ টাকা। ওয়ালটনের ৩৯ ইঞ্চি টিভির দাম আগের চেয়ে ১ হাজার টাকা কমে হয়েছে ৩২ হাজার ৯৯০ টাকা। ওয়ালনের ২৮ ইঞ্চি টিভির দাম কমেছে ২ হাজার ৩০০ টাকা। এর বর্তমান দাম ১৬ হাজার ৯০০ টাকা। এছাড়া ৪৩ ইঞ্চি টিভির দাম ৩৯ হাজার ৯০০ টাকা থেকে কমিয়ে ৩৭ হাজার ৯৯০ টাকা করা হয়েছে।
স্মার্ট টিভির লেটেস্ট অপারেটিং সিস্টেম ‘এন্ড্রয়েড ৭’ যুক্ত ৩২, ৩৯ ও ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি যথাক্রমে ২৫ হাজার ৯৯০ টাকা, ৩৯ হাজার ৯০০ টাকা ও ৪৪ হাজার ৯০০ টাকায় বিক্রি করছে ওয়ালটন।


ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম জানান, অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ওয়ালটনের স্মার্ট টিভি বিক্রি হচ্ছে ব্যাপক। সব আয়ের গ্রাহকরা এলইডি টিভি কিনতে পারছেন সাশ্রয়ী দামে। দেশেই তৈরি ওয়ালটন টিভি এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে।
এদিকে বিশ্বকাপ উপলক্ষে ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পাচ্ছেন আমেরিকা ও রাশিয়া ভ্রমণের সুযোগ কিংবা বিনামূল্যে ফ্রিজ, টিভি ও এসি। মিলছে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত নগদ ছাড়।


বিক্রেতারা জানান, ওয়ালটন টিভিতে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ প্যানেলে দুই বছরের ওয়ারেন্টি ও পাঁচ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবার সুবিধা রয়েছে। এছাড়া আছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় দেশব্যাপী বিস্তৃত সার্ভিস সেন্টার থেকে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা।


ই-শেয়ার অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা স্মার্টফোনেই পরিচালনা করতে পারবেন ওয়ালটনের এসব টিভি। তাছাড়া মোবাইল থেকে টিভিতে ইমেজ, ভিডিও ও গেমস মিররিং করার সুবিধা রয়েছে।

গোনিউজ২৪/কেএইচ

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?