ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শতভাগ কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়েছে : বিজিএমইএ


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৪, ২০১৮, ০৭:৪৩ পিএম
শতভাগ কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়েছে : বিজিএমইএ

ঢাকা : শতভাগ কারখানার শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ-এর সভাপতি সিদ্দিকুর রহমান।

বৃহস্পতিবার (১৪ জুন) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, প্রতিটি কারখানায় বেতন-বোনাসের পাশাপাশি দেওয়া হয়েছে ছুটি। আমরা আশাকরি শ্রমিক ভাই-বোনরা আনন্দের সঙ্গে ঈদ শেষ করে আবার ঢাকায় ফিরবেন।

তিনি আরো বলেন, আমরা এক মাস আগে থেকে সরকারের সহযোগিতায় ১৫টি জোনে আঞ্চলিক কমিটি গঠন করেছিলাম। এ কমিটির মাধ্যমে কারখানাগুলোকে তদারকি করা হয়। কমিটির সহযোগিতায় এবার ঈদের তিন দিন আগেই শ্রমিক ভাই-বোনরা বেতন-বোনাস পেয়েছেন। একইসঙ্গে বুধবার (১৩ জুন) থেকে কিছু কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

সিদ্দিকুর রহমান বলেন, আমরা গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য পাই, এক হাজার ২০০ কারখানায় বেতন-বোনাসে সমস্যা হবে। এর মধ্যে আমরা ৩৪টি কারখানা চিহ্নিত করি, যারা বেতন দিতে পারবে না। কিন্তু খুশির খবর তারাও শতভাগ বেতন-বোনাস দিয়েছে।

তিনি আরো বলেন, ব্যাংকগুলোতে তারল্য সংকট থাকার পরও আমাদের বেতন-বোনাস দিতে তারা সহযোগিতা করেছে। এজন্য বাংলাদেশ ব্যাংককে বিজিএমইএর পক্ষ থেকে সাধুবাদ জানাই।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ নেতারা উপস্থিত ছিলেন।

 

গো নিউজ২৪/আই

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?