ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈদ কেনাকাটার ধুম অনলাইনে


গো নিউজ২৪ | নিজেস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১০, ২০১৮, ০৯:২৪ এএম
ঈদ কেনাকাটার ধুম অনলাইনে

ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে ঈদ বাজার। শপিংমলের পাশাপাশি অনলাইনেও কেনাকাটায় ধুম লেগেছে। যদিও যানজট ঝামেলা এড়াতে অনেকেই মার্কেটে না গিয়ে অনলাইনে শপিং করছেন। এ উপলক্ষে ঈদে বিভিন্ন অনলাইন কেনাকাটার ওয়েবসাইটগুলো নানা অফার দিচ্ছে । এবং দ্রুত সময়ে মানসম্পন্ন পণ্য ডেলিভারির প্রতিশ্রুতি দিচ্ছে ।

একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন ফাহিমা আক্তার লাবন্য। সপ্তাহে শুক্রবার ও শনিবার ছুটি থাকলেও তার নবজাতক কন্যা থাকায় বাসায় সময় বেশি দিতে হয়। তাই ঈদের কেনাকাটা আগের মতো হয় না তার। সারাদিন ঘুরে ঘুরে পোশাক কিনা এখন তার কাছে রীতিমত ঝামেলার কাজ। তাই তার ভরসা এখন অনলাইন শপিং।

লাবন্যের মতো আরোও অনেকেই অনলাইনের মাধ্যমে শপিং করে থাকেন। আর এতে রোদ, বৃষ্টি ও যানজটে বাইরে যেতে হয় না। পেয়ে যান কাঙ্ক্ষিত পণ্য যেকোনো সময়। দাম ও গুণেও পিছিয়ে নেই সে সব পণ্য।

পাপিয়া নামের এক ছাত্রী জানান, বর্তমানে ঢাকায় প্রচণ্ড গরম ও যানজটে মার্কেটে গিয়ে পণ্য কেনা রীতিমতো যুদ্ধের কাজ। তাই অনলাইনের মাধ্যমে পণ্য কেনাকাটা করছেন তিনি।

লাবন্য বলেন, বর্তমানে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন অনলাইন বিক্রেতা শাড়ি, সালোয়ার কামিজ, বাচ্চাদের পোশাক, লিপস্টিক, নেলপলিশ, থ্রি পিসসহ সব ধরনের পণ্য বিক্রি করছেন। সে সব পণ্য দেখে অর্ডার করলেই দরজায় এসে দিয়ে যাচ্ছেন ‘ডেলিভারি ম্যান’। অবশ্য সেসব পণ্য ডেলিভারিতে কোনো কোনো অনলাইন বিক্রেতা ৫০ থেকে ১০০ টাকা অতিরিক্ত নিচ্ছেন। আবার কোনো প্রতিষ্ঠান ফ্রি ডেলিভারি দিয়ে যাচ্ছ্নে বলে জানান তিনি।

এদিকে জনপ্রিয় অনলাইন সেবাগুলো শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ চলছে। নববর্ষসহ বাঙালি অনুষ্ঠানগুলোতে দেশীয় পোশাকের ওপর ক্রেতাদের আগ্রহ থাকলেও ঈদে ক্রেতারা বিদেশমুখী হওয়ায় কিছুটা হতাশ অনলাইন বিক্রেতারা।

গো নিউজ২৪/এমআর

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?