ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকারের ঘোষণায় ৪৫০, বাস্তবে ৫০০


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ১৭, ২০১৮, ০৩:৫৪ পিএম আপডেট: মে ১৭, ২০১৮, ০৯:৫৫ এএম
সরকারের ঘোষণায় ৪৫০, বাস্তবে ৫০০

ঢাকা : প্রতিবছ‌রের ম‌তো এবারও রমজা‌নে মাং‌সে মাংসের দাম নির্ধারণ ক‌রে দি‌য়ে‌ছে ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌রপো‌রেশন (ডিএস‌সি‌সি)। নির্ধা‌রিত দা‌মের বেশি দামে কেউ মাংস বি‌ক্রি কর‌লে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। অন্যদিকে ডিএসসিসির নির্ধারিত দামেই মাংসের দাম নির্ধারণের কথা জানিয়েছে ডিএনসিসি। 

এবছর রমজা‌নে দেশি গরুর মাংস প্রতিকেজি ৪৫০ টাকা, বি‌দেশি বোল্ডার গরুর মাংস ৪২০ টাকা, ম‌হিষের মাংস ৪২০ টাকা, খা‌সির মাংস প্রতি কেজি ৭২০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে বাস্তবে বাজার চিত্র একেবারেই আলাদা।

বৃহস্পতিবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে গরুর মাংস বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে। খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।

দামের ক্ষেত্রে সিটি করপোরেশনের ঘোষণার কথা উল্লেখ করা হলে হেসে উড়িয়ে দিচ্ছে দোকানিরা।

বৃহস্পতিবার মধ্যবাড্ডা বাজারে আনোয়ার হোসেন নামে এক ক্রেতার সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়। তিনি ৫০০ টাকা দরে ২কেজি গরুর মাংস কিনে নিয়ে যাওয়ার সময় প্রশ্ন করা হলে বলেন, সরকারের বাজার নিয়ন্ত্রণের প্রচেষ্টা কেবল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ। বাজার মিনটরিংয়ে তাদের কোনো বাস্তব পদক্ষেপ নেই। 

তিনি বলেন, ২কেজি মাংস কিনলাম ১ হাজার টাকার নিচে দিবেই না। ৪৫০ টাকা কেজি বিক্রি করতে সরকারের নির্দেশনার কথা বলতে উল্টো হেসে উড়িয়ে দিলো। তাহলে কিনলেন কেন এমন প্রশ্নে তিনি বলেন, না কিনে উপায় কি। প্রত্যেকটা দোকানে একই দাম। কেউ কমাবে না। তাদের সাথে মারামারি তো আর করা যাবে না। 

দোকানির কাছে দামের বিষয়টি জানতে চাইলে তিনি মালিক নাই বলে এড়িয়ে যান। বলেন, দোকানের মালিক তাকে এই দামে বিক্রি করতে বলেছে।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়