ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৯ বৈশাখ ১৪৩১

‘এনরিচ্’ শুধুমাত্র স্বপ্নই নয়, পরিবর্তনের আরেক নাম


গো নিউজ২৪ | কাহহার সামি: প্রকাশিত: মার্চ ১০, ২০১৮, ০৭:১৬ পিএম
‘এনরিচ্’ শুধুমাত্র স্বপ্নই নয়, পরিবর্তনের আরেক নাম

কাহহার সামি: তরুণের আরেক নাম পরিবর্তন। পরিবর্তনের জন্য সমাজে তারুণ্যের ভূমিকা অনস্বিকার্য। পরিবর্তনের কথা মাথায় রেখে কিছু স্বপ্নলোভা তরুণ কাজ করে যাচ্ছেন সঙ্গবদ্ধভাবে। ২০১৫ সালের ৫ই জানুয়ারি ক্ষুদ্র পরিসরে ‘এনরিচ্ অ্যাসোসিয়েশন’-এর যাত্রা শুরু।

হাটি হাটি পা পা করে তিনটি বছর পার করে দিলো এই প্রতিষ্ঠানটি। শুধু স্বপ্নের ভাবনা অথবা ভাবনার স্বপ্ন নয়। কিংবা গালভরা কথাও নয়। এনরিচ্ অ্যাসোসিয়েশন’র কার্যক্রম এগিয়ে চলেছে কিছু স্বপ্নবাজ তরুণের অক্লান্ত পরিশ্রমে। যার প্রমাণ তাদের অর্জন গুলো।

গতকাল শুক্রবার (৯ মার্চ) ‘এনরিচ্ অ্যাসোসিয়েশন’ নামক এ কোম্পানির বর্ষপূর্তি ও বার্ষিক আলোচনা সভার আয়োজন করা হয়।

‘এনরিচ্ অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান আলাউদ্দিন তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লোকমান শেখ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনরিচ্ অ্যাসোসিয়েশন এর পরিচালনা পরিষদ, শেয়ার হোল্ডার, কোম্পানির সদস্য এবং আগত অতিথিবৃন্দ।

প্রধান অতিথি বলেন, “তরুণরাই বিশ্ব জয় করে। তরুণরা অত্মবিশ্বাসী, উদ্যোমী হয়। তোমাদের ভিতরে সেটা আছে। তিন বছরে তোমরা যা অর্জন করেছ এর মধ্য দিয়ে বুঝিয়ে দিলে তোমরা পারবে।”

সর্বশেষ তিনি সঙ্গবদ্ধ হয়ে তারুণ্যকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়ে তার বক্তব্য শেষ করেন।  

‘এনরিচ্ অ্যাসোসিয়েশন’-এর চেয়ারম্যান।

সভাপতির বক্তব্যে আলাউদ্দিন তামিম বলেন, “মানুষ স্বপ্নের সমান বড়। স্বপ্নই মানুষকে বড় করে তুলে। স্বপ্ন দেখার চেয়ে স্বপ্ন জয়ের কাজটা অনেক কঠিন। কাজ যত কঠিনই হোক না কেন সেটা করতে আমরা প্রস্তুত। আমাদের চেষ্টা যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর রহমত শুরু হয়। এ বিশ্বাস নিয়ে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।”

বসুন্ধরা, যমুনা গ্রুপ এর প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, আজকের বড় বড় কোম্পানি গুলো একদিনে এই জায়গায় আসেনি। শ্রম, মেধা ও ধৈর্য নিয়ে কাজ করে আজকের বসুন্ধরা, যমুনা গ্রুপ।

“২০১৮ সালের মধ্যে একটি রেস্টুরেন্ট এবং ল্যন্ড প্রকল্প হাতে নেয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের জন্য দোয়া করবেন সবাই।” যোগ করেন তিনি।

‘এনরিচ্ অ্যাসোসিয়েশ’-এর পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

তিন বছর শেষে বর্তমানে ‘এনরিচ্ অ্যাসোসিয়েশন’-এর অর্জন একটি শোরুম ও একটি মেলামাইন ফ্যাক্টরী ।  

‘এনরিচ্ অ্যাসোসিয়েশন’-এর পরিচালনা পরিষদের পক্ষ থেকে এমডি আলমগীর হোসাইন বলেন, “এনরিচ্কে বাংলাদেশের একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের প্রদান লক্ষ। বসুন্ধরা, যমুনা গ্রুপের মতো এনরিচ্ও একদিন পরিচিত হয়ে উঠবে, ইনশা আল্লাহ। তার জন্য যতটা মেধা, শ্রম ও ধৈর্য দেয়া দরকার তা আমরা দিতে প্রস্তুত। সবার কাছে দোয়া এবং সহযোগীতা কামনা করছি।’

গো নিউজ২৪/কাসা

 

 

 

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?