ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তৈরি পোশাক খাতে কমেছে কর্মসংস্থান


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩, ২০১৮, ০৩:২১ পিএম আপডেট: মার্চ ৩, ২০১৮, ০৯:২১ এএম
তৈরি পোশাক খাতে কমেছে কর্মসংস্থান

রানা প্লাজা দুর্ঘটনার পর গেল কয়েক বছরে দেশে পোশাক খাতে সামাজিকভাবে অগ্রগতি হলেও অর্থনৈতিকভাবে অগ্রগতি পিছিয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। 

শনিবার গুলশানে একটি হোটেলে পোশাক খাতের উন্নয়নে করা জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে গবেষণা সংস্থা সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ তথ্য জানান।

তিনি বলেন, পোশাক খাতে কর্মসংস্থান কমেছে। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত এ হার ৩ দশমিক ৩ শতাংশ। যা ২০০৫ থেকে ২০১২ পর্যন্ত ছিলো ৪ দশমিক শূন্য ১ শতাংশ।

সে হিসেবে চার বছরে কর্মসংস্থানের প্রবৃদ্ধির হার কমেছে দশমিক ৭১ শতাংশ। সার্বিকভাবে তৈরি পোশাক খাতে নারী শ্রমিকের সংখ্যাও কমেছে।

নারী-পুরুষের মজুরির ক্ষেত্রেও গড়ে তিন শতাংশ বেতন বৈষম্য রয়েছে। যেখানে পুরুষদের বেতন গড়ে সাত হাজার ২৭০ টাকা আর নারীদের সাত হাজার ৫৮ টাকা।

পোশাক খাতের ৮৯ শতাংশ বোর্ডই পরিবারতন্ত্র উল্লেখ করে দেবপ্রিয় ভট্টচার্য জানান, রানা প্লাজা দুর্ঘটনার পর গেলো কয়েক বছরে দেশে পোশাক খাতে সামাজিকভাবে অগ্রগতি হলেও অর্থনৈতিকভাবে অগ্রগতি পিছিয়ে। পোশাক খাতে পরিচালনা পর্ষদগুলোতে পরিবারতন্ত্র বাড়ছে। নারী-পুরুষের বেতন বৈষম্য কমে এলেও নারী কর্মসংস্থানের হার কমেছে।

প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির গবেষণা শাখার পরিচালক ড. গোলাম মোয়াজ্জিম। এ সময় সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সিপিডির রিসার্চ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিকেএমইএ’র সহ-সভাপতি ফজলে শামীম, শ্রমিক নেতা বাবুল আক্তার, সামসুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

গো নিউজ২৪/এমআর

 

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?