ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভ্যাট ফাঁকির অভিযোগ নিয়ে ‘রবি’ প্রধানের হুমকি


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০১৮, ০৬:৩৪ পিএম আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০১৮, ১২:৩৪ পিএম
ভ্যাট ফাঁকির অভিযোগ নিয়ে ‘রবি’ প্রধানের হুমকি

ঢাকা : ভ্যাট ফাঁকির অভিযোগে ব্যাংক হিসাব জব্দ করায় রবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন এলটিউ ভ্যাট কমিশনার মতিউর রহমান।

তিনি বলেন, রবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ আমাকে বার বার এসএমএস দিচ্ছেন। তিনি বলছেন- বাধ্য করে নাকি ভ্যাট আদায় করা যাবে না। রবি ভ্যাট পরিশোধ করবে না বলেও তিনি হুমকি দিচ্ছেন।

এতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রবি ভ্যাট দিতে বাধ্য। বাধ্য করাই এনবিআরের কাজ। রবিকে সরকারের প্রাপ্য ভ্যাট পরিশোধে বাধ্য করা হবে। তা না হলে আমরাই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে সরকারি কোষাগারে জমা দেব।

ভ্যাট কমিশনার আরও বলেন, বকেয়া রাজস্ব আদায়ে গত ৬ ফেব্রুয়ারি প্রাথমিক দাবিনামা ইস্যু করা হলেও রবি কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য দিতে তৎপর ছিল না। আমরা তাদের যথেষ্ট সুযোগ দিয়েছি। অন্যান্য কোম্পানি যেখানে ইন্টারকানেকশন ফি ও মার্জ ফির ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট দিচ্ছে, শুধু তারা দিচ্ছে না।

তিনি বলেন, শুধু তাই নয় কোম্পানিটি কোনো কোনো ক্ষেত্রে অন্যায়ভাবে রেয়াত সুবিধা নিয়েছে, যা মূসক আইনে প্রযোজ্য নয়। এজন্য আমরা চূড়ান্ত দাবিনামা ইস্যু করার পর আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য রবির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, বেসরকারি মোবাইল অপারেটর রবি’র বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অভিযোগে বলা হয়েছে, বেসরকারি মোবাইল অপারেটর ‘রবি’  প্রায় ১৮ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে।

সোমবার এনবিআর-এর পক্ষ থেকে করা অভিযোগের পর অপারেটরটির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা সকল তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে বলে এনবিআর-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে,  রবি’র বিরুদ্ধে বিশাল অংকের ভ্যাট ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি খাতে আইনি লড়াইয়ে ১৮ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলায় হেরে গেছে রবি। সোমবার উচ্চ আদালত রবিকে ভ্যাট ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত করে দ্রুত এ অর্থ পরিশোধের নির্দেশ দেন।

অভিযোগের বিষয়ে জানা গেছে, রবি অপরিশোধিত সম্পূরক শুল্ক, স্থান ও স্থাপনা ভাড়ার উপর প্রযোজ্য অপরিশোধিত সম্পূরক শুল্ক ও মূসক এবং বিটিসিএলকে দেওয়া সেবার উপর মূসক বাবদ মোট ১৮ কোটি ৭২লাখ ৩২ টাকা নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা না করে ফাঁকি দিয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি রবি আজিয়াটা লিমিটেডের কাছে বিভিন্ন বকেয়া ভ্যাট বাবদ ৯২৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৫২৯ টাকা আদায়ে চূড়ান্ত দাবিনামা ইস্যু করে এনবিআর।

 

গো নিউজ২৪/আই

অর্থনীতি বিভাগের আরো খবর
৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা