ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাল-ডাল অপরিবর্তিত, স্বস্তিতে সবজির বাজার


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০১৮, ১০:৫২ এএম
চাল-ডাল অপরিবর্তিত, স্বস্তিতে সবজির বাজার

ঢাকা : দীর্ঘদিন পর বাজার নিয়ে স্বস্তিতে রয়েছে সাধারণ ক্রেতারা। একদিকে বাজারে কমছে পেঁয়াজের দাম। অন্যদিকে মৌসুমি সবজির বাজারও রয়েছে হাতের নাগালে। তবে স্থিতিশীল রয়েছে চাল, মাছ-মাংসসহ অন্যান্য নিত্যপণ্যের বাজার।

শুক্রবার রাজধানীর প্রায় সবকটি বাজারের চিত্র একই। 

পাইকারি বাজার ঘুরে জানা যায়, কেজি প্রতি দেশি ও আমদানি করা পেঁয়াজ ৪২ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে এ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। 

যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৬৫ টাকা। রাজধানীর কোনো কোনো বাজারে অবশ্য দেশি পেঁয়াজ ৭০ টাকা বিক্রি হয়, আর ভারতীয় পেঁয়াজ কেজিতে ছিল ৬০ থেকে ৬৫ টাকা। 

তবে এখনও রাজধানীর বিভিন্ন বাজারের অনেক দোকানে দেশি পেঁয়াজ ৫৫ ও আমদানি করা ৫০ টাকায় করে বিক্রি করছেন দোকানিরা। সামনের দিনগুলোতে পেঁয়াজের দাম কমে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলেও ধারণা করা হচেছ।

এদিকে সপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার ক্রেতারা সবজির বাজারে স্বস্তি পাচ্ছেন। দাম না কমলেও গত সপ্তাহের মতো এ সপ্তাহেও একই দামে সবজি বিক্রি হচ্ছে, সরবরাহও পর্যাপ্ত।

বাজারে প্রতিকেজি বেগুন ৪০ টাকা, শিম ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, মুলা ১৫ টাকা, টমেটো ৪০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, শসা ৪০ টাকা, লাউ প্রতিপিস ৪০ টাকা, গাজর ৪০ টাকা, আলু ২০ টাকা, প্রতিপিস বাঁধাকপি ও ফুলকপি ২০ থেকে ২৫ টাকা, লাল শাক, পালং শাক ও ডাটা শাক দুই আঁটি ১৫ টাকা করে বিক্রি হচ্ছে।

তবে চালের বাজার আগের মতোই চড়া থাকায় বিরক্ত ক্রেতারা। সর্বশেষ চালের খুচরা মূল্য অনুযায়ী, কেজিপ্রতি নাজিরশাইল চাল ৬৮ থেকে ৭০ টাকা, মিনিকেট ৬০ থেকে ৬২ টাকা, বিআর-২৮ ৫২ টাকা, পারিজা কেজিপ্রতি ৪৪ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া অপরিবর্তিত রয়েছে রসুন, চিনি, আদা, ডালের দামও। বাজারে দেশি রসুন ৮০ টাকা, আমদানি করা রসুন ৮৫ টাকা, চিনি ৫৫ থেকে ৬০ টাকা, দেশি মসুর ডাল ১০০ থেকে ১২০ টাকা ও আমদানি করা মসুর ডাল ৬০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। স্থিতিশীল দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেলও। 

মাছ ও মাংসের দামও রয়েছে গত সপ্তাহের মতোই।

 

গো নিউজ২৪/আই

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?