ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০২০ সাল পর্যন্ত কর ছাড় পেতে চলছে গ্রামীণ ব্যাংক


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৫, ১১:৪৮ এএম
২০২০ সাল পর্যন্ত কর ছাড় পেতে চলছে গ্রামীণ ব্যাংক

গ্রামীণ ব্যাংক ২০২০ সাল পর্যন্ত কর ছাড় পেতে চলছে । এই বছরের ৩১ ডিসেম্বর গ্রামীণ ব্যাংকের কর ছাড়ের মেয়াদ শেষ হচ্ছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে আয়কর, সুপার ট্যাক্স, ব্যবসায় মুনাফা করসহ শর্তহীনভাবে সব ধরনের কর অব্যাহতি পেয়ে আসছে। এই বছরের ১৬ এপ্রিল গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক কর অব্যাহতি চেয়ে এনবিআরকে চিঠি দেয়।
 
চিঠিতে কর অব্যাহতির মেয়াদ ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত বর্ধিত করতে এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ করা হয়।
 
কিন্তু এনবিআর কোনো জবাব না দেওয়ায় ব্যাংকের চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে চিঠি দিয়ে বিষয়টি বিবেচনার অনুরোধ করেন। ওই চিঠির আলোকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, সিদ্ধান্তের সার সংক্ষেপ অর্থমন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থমন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আদেশ জারি করা হবে।

সূত্র থেকে জানা যায়, গ্রামীণ ব্যাংক কর অঞ্চল-১৪ এর সার্কেল-২৮৭, ০৭০-২০০-১৮৮৪ টিআইএন নাম্বারে কর দেয়। গ্রামীণ ব্যাংক চলতি অর্থবছরে রিটার্ন জমা দিলেও কর দেয়নি।

 

আ /রা

অর্থনীতি বিভাগের আরো খবর
৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা