ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রথমবারের মত এফবিসিসিআই সহ-সভাপতি হলেন মুনতাকিম আশরাফ


গো নিউজ২৪ | নিজেস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৬, ২০১৭, ০৮:৪৩ পিএম
প্রথমবারের মত এফবিসিসিআই সহ-সভাপতি হলেন মুনতাকিম আশরাফ

ব্যবসায়ীদের স্বার্থ আদায়ে তাদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রথম বার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মুনতাকিম আশরাফ। গত রবিবার (১৪ মে) এফবিসিসিআই নির্বাচনে এক হাজার ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ এ উদ্যোক্তা। তার ভোট নম্বর ছিল ৩৫৯।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের মুনতাকিম আশরাফ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য যেকোনো পদক্ষেপকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা বাস্তবায়নে নিজের সবটুকু বিলিয়ে দেন তিনি। ব্যবসায়ীদের উন্নয়ন ছাড়াও তরুণ এ উদ্যোক্তা নিজের এলাকার উন্নয়নে এগিয়ে এসেছেন। নিজ এলাকা কুমিল্লা চান্দিনার রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তার অবদান অনস্বিকার্য। এলাকার সুবিধা বঞ্চিত মানুষের পাশে তাকে অধিকাংশ সময়ই দেখা যায়।

সুযোগ্য রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া তরুণ এ ব্যাসায়ী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এফবিসিসিআইকে আরো গতিশীল করে একটি শিল্প বিপ্লব ঘটানোই আমার স্বপ্ন। তরুণ এ ব্যবসায়ী জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের ছেলে। নিজের যোগ্যতা দিয়েই ব্যবসায়ীদের উন্নয়ন করতে তিনি এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

সবার কাছে দোয়া চেয়ে তারুণ্যের অহংকার এ উদ্যোক্তা বলেন, ব্যবসায়ীদের উন্নয়নের জন্য নির্বাচনে এসেছি, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনকে ব্যবসায়ীদের স্বার্থ আদায়ে আরও গতিশীল করতে চাই। তাকে নির্বাচিত করায় সকল ভোটারকে ধন্যবাদ জানিয়েছেন। 

উল্লেখ্য, এফবিসিসিআইয়ের এক হাজার ৯০৫ জন ভোটারের মধ্যে নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন এক হাজার ৮৯৮ জন। এর মধ্যে এক হাজার ৬৬৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত ১১টার পর ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সংসদ সদস্য অধ্যক্ষ মো. আলী আশরাফ।

নির্বাচনে সর্বোচ্চ এক হাজার ২০৬টি ভোট পেয়েছেন খন্দকার রুহুল আমিন। দ্বিতীয় স্থানে থাকা আবু মোতালেব পেয়েছেন এক হাজার ১৯৫ ভোট। তৃতীয় স্থানে থাকা নাজিম উদ্দিন পেয়েছেন এক হাজার ১৪৫ ভোট। এক হাজার ১৪১ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছেন শফিকুল ইসলাম ভরসা। পঞ্চম স্থানে থাকা মুনতাকিম আশরাফ পেয়েছেন এক হাজার ১০৫ ভোট। আর এক হাজার ৭৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থান দখল করেছেন শমী কায়সার।

 

গো নিউজ২৪/জা আ / এস কে 

অর্থনীতি বিভাগের আরো খবর
৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা