ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী মাসে কমছে জ্বালানি তেলের দাম


গো নিউজ২৪ প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০১৬, ০২:২৭ পিএম আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৬, ০৮:২৭ এএম
আগামী মাসে কমছে জ্বালানি তেলের দাম

ফাইল ছবি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, ২০১৭ সালের জানুয়ারি মাসেই জ্বালানি তেলের দাম কমবে। বুধবার সাধারণ বীমা করপোরেশনের লভ্যাংশের ৩০ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আগামী জানুয়ারিতে জ্বালানি তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে।

তিনি আরো বলেন, বিশ্ববাজারে বর্তমানে তেলের দাম উঠানামা করছে। তাই দেশে তেলের দাম খুব বেশি কমবে না। তবে কিছু কমানোর উদ্যোগ গ্রহণ করা হবে। গত অর্থবছরে (২০১৫-১৬) অর্থনীতির অবস্থা ভালো ছিলো। বর্তমান পরিস্থিতি স্থিতিশীল থাকলে চলতি অর্থবছরে প্রবৃত্তি অর্জনের হার সাড়ে সাত শতাংশ হবে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর অকটেন ও পেট্রোল লিটারে দশ টাকা করে এবং কেরোসিন ও ডিজেল লিটারে তিন টাকা করে কমায় সরকার। যার ফলে বর্তমানে অকটেন ৮৯ টাকা, পেট্রোল ৮৬ এবং ডিজেল ও কেরোসিন ৬৫ টাকায় পাওয়া যাচ্ছে।

এর আগে ২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করে সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে এখন প্রায় অর্ধেকে চলে এসেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে দেশে তেলের দাম কমানোর এই সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী।

গো-নিউজ২৪/বিএস

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?