ঢাকা শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রাহায়ণ ১৪৩০

ভবিষ্যতের জন্য ডলার বুকিং দেবেন যেভাবে


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ০৩:২৭ পিএম আপডেট: অক্টোবর ৩, ২০২৩, ০৯:২৭ এএম
ভবিষ্যতের জন্য ডলার বুকিং দেবেন যেভাবে

ভবিষ্যতের জন্য ডলার বুকিং দেওয়ার নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের ভবিষ্যৎ দাম (ফরওয়ার্ড রেট) সর্বোচ্চ কত হবে তাও বেঁধে দেওয়া হয়েছে। নতুন নিয়মে এক বছর পর ডলারের দাম বর্তমানের চেয়ে ‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট’ হারের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত বেশি নিতে পারবে ব্যাংক।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নতুন নিয়মে এক বছরের জন্য ডলার বুকিং দিয়ে রাখতে হলে গ্রাহককে অতিরিক্ত অর্থ দিতে হবে। এটা নির্ধারণ হবে এখন যে পদ্ধতির ওপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারিত হয়, তার মাধ্যমে। যেটা স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে পরিচিত, সংক্ষেপে যার নাম ‘এসএমএআরটি’।

প্রতি মাসের শুরুতে ‘স্মার্ট’ রেট জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। জুলাইয়ে ‘স্মার্ট’ রেট ছিল ৭ দশমিক ১০ শতাংশ। আগস্টে তা বেড়ে হয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ, যা চলতি সেপ্টেম্বরেও অপরিবর্তিত রয়েছে। আগাম ডলারের দরের জন্য ‘এসএমএআরটি’ রেটের সঙ্গে আরও ৫ শতাংশ যোগ করতে হবে। অর্থাৎ ১২ দশমিক ১৪ শতাংশ হবে।

এখন আমদানিতে ডলারের দাম ১১০ টাকা নির্ধারণ আছে। কেউ যদি ভবিষ্যতের জন্য ডলারের বুকিং দিতে চান, তাহলে তাকে এক বছর পর প্রতি ডলারে ১২৩ টাকার মতো পরিশোধ করতে হবে। আর মাসভিত্তিক দাম হলে তা মাস হিসাবেই কমে আসবে।

অর্থনীতি বিভাগের আরো খবর
ঘোষণা ছাড়াই হঠাৎ সয়াবিন তেলের দাম বেড়ে গেল

ঘোষণা ছাড়াই হঠাৎ সয়াবিন তেলের দাম বেড়ে গেল

প্রতিদিন রিজার্ভ কমছে ৩.৮ কোটি ডলার

প্রতিদিন রিজার্ভ কমছে ৩.৮ কোটি ডলার

শুধু সরকারি প্রতিষ্ঠানের কাছেই পাওনা প্রায় ২৪ হাজার কোটি টাকার ভ্যাট

শুধু সরকারি প্রতিষ্ঠানের কাছেই পাওনা প্রায় ২৪ হাজার কোটি টাকার ভ্যাট

ডলারের দাম কমালে রেমিট্যান্স কমে যাচ্ছে

ডলারের দাম কমালে রেমিট্যান্স কমে যাচ্ছে

নিট রিজার্ভ তো কমছেই, এবার গ্রস রিজার্ভও নামলো আরও নিচে

নিট রিজার্ভ তো কমছেই, এবার গ্রস রিজার্ভও নামলো আরও নিচে

ডলার নিয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপে সুফল আসতে শুরু করেছে

ডলার নিয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপে সুফল আসতে শুরু করেছে