চিনির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
টিপু মুনশি বলেন, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি আলুর দর ৩৫ টাকা থেকে ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। কেজিপ্রতি খোলা চিনির মূল্য ১২০ টাকা এবং প্যাকেটজাত ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শিগগিরই নতুন মূল্য কার্যকর হবে বলে জানান তিনি।
গোনিউজ২৪/আর এ জে