ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নগদের ঋণের দায় নেবে না ডাক বিভাগ


গো নিউজ২৪ | অর্থনীতি প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৯:৩১ এএম
নগদের ঋণের দায় নেবে না ডাক বিভাগ

নগদের ৫১ শতাংশ মালিকানা নিয়ে ডাক বিভাগ কিভাবে কোম্পানি গঠন করবে, সরকারের আন্ত মন্ত্রণালয় থেকে এক বৈঠকে সেই নিয়ম ঠিক করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নগদের বড় অঙ্কের যে ঋণ আছে, তার দায়ভার ডাক বিভাগ নেবে না। এই ঋণ সমন্বয় করার জন্য কেন্দ্রীয় ব্যাংক ছয় মাস সময় দিয়েছে। নগদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঋণের বিষয় নিয়ে মালিকানা ভাগাভাগি করে কম্পানি গঠনের ক্ষেত্রে কোনো জটিলতা নেই।

গতকাল মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠকটি হয়। বৈঠক শেষে ডাক অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ সিরাজ উদ্দিন বলেছেন, ‘নগদের ঋণের দায়ভার ডাক বিভাগ নেবে না। কোম্পানি হওয়ার আগে তাদের দায় এবং দায়িত্ব নিয়ে তো আমরা কোম্পানি করব না।’ 
তিনি বলেন, বৈঠকে কম্পানির একটি কাঠামো ঠিক করা হয়েছে। ডাক বিভাগ থেকে একজন চেয়ারম্যান ও চারজন সদস্য এবং নগদের চারজন সদস্য নিয়ে পরিচালনা বোর্ড থাকবে। এই বোর্ডে পদাধিকার বলে চেয়ারম্যান হবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব।

মহাপরিচালক বলেন, ‘নগদের পক্ষ থেকে এরই মধ্যে ১৭৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে বলে আমাদের জানিয়েছে। এখন বাকিটা শোধ করতে সময় দেওয়া হয়েছে।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, গ্রাহকের টাকার বিপরীতে বিভিন্ন ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা ঋণ নেয়া হয়েছে। এর একটি অংশ শোধ করার পর ঋণের পরিমাণ এখন আছে ৩২৮ কোটি টাকা।

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?