ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেনা ৫৪৩ কোটি, সম্পদ-ব্র্যান্ড ভ্যালু ৫৪৪ কোটি টাকা দেখালো ইভ্যালি


গো নিউজ২৪ | অর্থনীতি প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ১২:৩৯ পিএম
দেনা ৫৪৩ কোটি, সম্পদ-ব্র্যান্ড ভ্যালু ৫৪৪ কোটি টাকা দেখালো ইভ্যালি

বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিশের প্রথম ধাপের জবাব দিয়েছে ইভ্যালি। গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিষ্ঠানটি যে হিসাব দিয়েছে তাতে কোম্পানির ব্র্যান্ড মূল্য ধরা হয়েছে ৪২৩ কোটি টাকা। ক্রেতাদের কাছে প্রতিষ্ঠানটির দেনার পরিমাণ ৫৪২ কোটি ৯৯ লাখ টাকা। এর বিপরীতে ৫৪৩ কোটি ৯৯ লাখ টাকার দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ থাকার তথ্য জানিয়েছে ইভ্যালি। যার মধ্যে প্রায় ৪২৩ কোটি টাকা ব্রান্ড ভ্যালু হিসাবে দেখিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার ইভ্যালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে তাদের এই দায় ও সম্পদের তথ্য দিয়েছে। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। গত ১৩ আগষ্ট বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালিকে চিঠি দিয়ে গত ১৫ জুলাই পর্যন্ত কোম্পানির দায় ও সম্পদের তথ্য, গ্রাহকদের কাছে মোট দেনার পরিমান এবং মার্চেন্টদের কাছে দেনার পরিমান ও দেনা পরিশোধের পরিকল্পনা জানানোর নির্দেশ দেয়। তার প্রেক্ষিতে ইভ্যালি এ তথ্য দিয়েছে।
 
সরকারের বাণিজ্য মন্ত্রণালয়কে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ১৫ জুলাই পর্যন্ত তাদের মোট দায় ৫৪৪ কোটি টাকা। এর মধ্যে কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল শেয়ারহোল্ডার হিসেবে কোম্পানিকে ১ কোটি টাকা দিয়েছেন। বাকি ৫৪৩ কোটি টাকা হলো ইভ্যালির চলতি দায়।

জানা গেছে, ইভ্যালির ৫৪৩ কোটি টাকার দেনার বিপরীতে ব্র্যান্ড ভ্যালু দেখানো হয়েছে ৪২২ কোটি ৬২ লাখ টাকা। অদৃশ্য সম্পদ দেখানো হয় ১৫ কোটি ৮২ লাখ টাকা এবং দৃশ্যমান সম্পদের হিসাব দেখানো হয়েছে ১০৫ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৬৪০ টাকা।

চিঠিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক মান অনুযায়ী ও সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশগুলোর একই ধরণের ব্যবসায়ের মূল্যায়ণের প্রেক্ষিতে বর্তমানে ইভ্যালির ন্যূনতম ব্রান্ডভ্যালু দাঁড়ায় ৫ হাজার কোটি টাকা। তবে কোম্পানির ব্রান্ডভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে তারা শুধুমাত্র ব্যয়ের সমপরিমাণ অংশটুকু বিবেচনা করা হয়েছে।

এ বিষয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলছেন, ইভ্যালির কাছ থেকে আমরা এক ধাপের জবাব পেয়েছি। আরো দুই ধাপের জবাব বাকি আছে। সেটা পেলে আমরা বসে পরবর্তী করণীয় ঠিক করব। বাকি দুই ধাপের জবাবের মধ্যে ২৬ আগস্টের মধ্যে জানাতে হবে গ্রাহকদের কাছে মোট দেনার পরিমাণ। আর আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে জানাতে হবে মার্চেন্টদের কাছে দায় এবং গ্রাহক ও মার্চেন্টদের দায় পরিশোধের সময়বদ্ধ পরিকল্পনা।

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?