ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছাগলের চামড়া দিয়ে তৈরি জুতার দাম ৪৩ লাখ টাকা


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২০, ০৩:৩৩ পিএম আপডেট: নভেম্বর ১৭, ২০২০, ০৯:৩৩ এএম
ছাগলের চামড়া দিয়ে তৈরি জুতার দাম ৪৩ লাখ টাকা

জুতার দাম ৫১ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রা প্রায় ৪৩ লাখ টাকা। এটি যেই সেই জুতা নয়; ছাগলের চামড়া দিয়ে তৈরি আড়াইশ বছর আগেকার পাদুকা।  ফ্রান্সের সর্বশেষ রানি মারি-আনতোয়ানেতের জুতা জোড়া রোববার নিলামে তোলা হয়৷ 

জুতা জোড়ার দাম সর্বোচ্চ ১০-১২ হাজার ডলার পর্যন্ত দাম উঠতে পারে বলে ধারণা করছিলেন অনসেন্ট নিলাম হাউসের কর্মকর্তারা৷

কিন্তু নিলামে তোলার পর সারাবিশ্ব থেকে ডাক উঠতে থাকে এর৷ শেষ পর্যন্ত তা বিক্রি হয় ৫১ হাজার ডলারে। সংগ্রহে রাখার জন্য এ জুতা জোড়া যিনি কিনেছেন, তার নাম প্রকাশ করা হয়নি৷

সাদা রঙের ৮ দশমিক ৮ ইঞ্চি লম্বা এ জুতা ছাগলের চামড়া দিয়ে তৈরি৷ কিছুটা উঁচু হিলের এ জুতার ওপরের অংশটি রিবন দিয়ে সাজানো৷

দেশটির ষোড়শ রাজা লুইয়ের স্ত্রী মারি-আনতোয়ানেতে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন৷ বছর দুয়েক আগে রানির ব্যবহৃত অলঙ্কারও নিলামে তোলা হয়েছে৷ কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয়৷

 তথ্যসূত্র: ডয়েচ ভেলে।

বিচিত্র সংবাদ বিভাগের আরো খবর
ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!