ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সন্তানকে বাঁচাতে সাপের সঙ্গে এক মায়ের লড়াই


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৩, ২০২০, ১০:৩৪ এএম আপডেট: মার্চ ৩, ২০২০, ১০:৪১ এএম
সন্তানকে বাঁচাতে সাপের সঙ্গে এক মায়ের লড়াই

কমপক্ষে ১০ ফুট লম্বা এক সাপের সঙ্গে ভয়ঙ্কর লড়াই করল এক কাঠঠোকরা। শক্তির দৌড়ে অনেক পিছিয়ে, তবুও নিজের সন্তানদের বাঁচাতে মরিয়া হয়ে লড়াই করেছে কাঠঠোকরাটি।

সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পেরুর সেই ভিডিও রোববার পোস্ট করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা।

ভিডিওটিতে দেখা যাচ্ছে গাছের গর্তে কাঠঠোকরার বাসায় ঢুকেছে এক বিশাল সাপ। আর তাকে মরিয়া হয়ে হামলা করছে কাঠঠোকরাটি। একবার নয় একাধিকবার। বারবার সাপটি তাকে ধরে মাটিতে ফেলে দিচ্ছে আর ফের সে উঠে এসে সাপের মাথায় কামোড় বসাচ্ছে।

মেট্রো নিউজের খবর অনুযায়ী, পেরুতে বেড়াতে গিয়ে ওই দৃশ্যটি ২০০৯ সালে ক্যামরাবন্দি করেন ইজরায়েলি পর্যটক আসফ অ্যাডমনি। ইউটিউবে ওই ভিডিওটি ৮০ লাখ মানুষ দেখে ফেলেছেন।

অ্যাডমনি লিখেছেন, মনে হয় সাপটি পাখির বাচ্চা বা ডিমের সন্ধানে এসেছিল। সে সময় বাসায় ছিল না কাঠঠোকরাটি। বাসায় সাপটিকে দেখতে পেয়েই বারবার হামলা করছিল সাপটির ওপরে।

গোনিউজ২৪/এন

বিচিত্র সংবাদ বিভাগের আরো খবর
ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!