ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৭৫ কেজি ওজনের পেঁয়াজু বানিয়ে বাংলাদেশির বিশ্ব রেকর্ড


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২০, ০৭:৫৩ পিএম
১৭৫ কেজি ওজনের পেঁয়াজু বানিয়ে বাংলাদেশির বিশ্ব রেকর্ড

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক অলি খান পেঁয়াজু বানিয়ে বিশ্ব রেকর্ড করেছেন। মঙ্গলবার লন্ডনের মুসলিম সেন্টারে ১৭৫ দশমিক ৭ কেজি ওজন পরিমাণে পেয়াজু বানিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন তিনি।

গার্ডিয়ানের খবর অনুযায়ী, পেয়াজুটি বানাতে অলি খান ও তার দলের সময় লেগেছে আট ঘন্টা। এতে তেল খরচ হয়েছে ৫০০ লিটার। 

বিশ্ব রেকর্ড করার পর অলি খান তার দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ তারা আমার পাশে থাকায় অবিশ্বাস্য এ বিজয় সম্ভব হযেছে।’

তিনি আরও বলেন,’ এ জয় শুধু আমাদেরই নয়। বৃটেনে থাকা গোটা বাঙালি জাতির জন্য গর্বের।’

রেকর্ড গড়া পেয়াজু

দাতব্য তহবিল সংগ্রহ এবং গৃহহীন মানুষকে সাহায্য করার জন্যই অলি খান পেয়াজু বানিয়ে বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছিলেন বলে জানা গেছে। 

গো নিউজ২৪/আই

বিচিত্র সংবাদ বিভাগের আরো খবর
ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!