ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরফের গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিলেন কাশ্মীরি যুবক


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৬:১২ পিএম আপডেট: জানুয়ারি ২১, ২০২০, ১২:১২ পিএম
বরফের গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিলেন কাশ্মীরি যুবক

বরফের গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিলেন কাশ্মীরি যুবক জুবায়ের আহমেদ। ইতিমধ্যে তার গাড়িটি দেখতে দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। সংবাদমাধ্যমেও উঠে এসেছে বরফ গাড়ি বানানোর গল্প।

এনডিটিভি জানায়, তুষারপাতে বিপর্যস্ত কাশ্মীর। বরফে ঢাকা পড়ে গেছে রাজধানী শ্রীনগরও। সেই তুষারকেই দারুণভাবে ব্যবহার করেছেন যুবায়ের।

তুষারপাতের বরফ দিয়ে একটি গাড়ি তৈরি করে ফেলেছেন তিনি। দেখতে দারুণ সুন্দর গাড়িতে ঘিরে স্থানীয়দের আগ্রহের শেষ নেই। সবাই গাড়িটির ছবি তুলছে, অনেককে দেখা গেছে গাড়ির সঙ্গে সেলফি নিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে যোবায়েরের এই 'স্নো-কার' ভাইরাল হয়ে পড়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে জুবায়ের বলেন, ‘আমি ছোটবেলা থেকেই এসব করে আসছি। বরফ ব্যবহার করে যে কোনো কিছু তৈরি করতে পারি আমি, এমনকি তাজমহলও।’

তিনি আরও বলেন, ‘আমার কেবল উপাদান দরকার। আমি এমন কিছু তৈরি করতে চাই যা বিশ্বের মানুষ দেখবে।’

গাড়ির নানা যন্ত্রপাতি সরঞ্জামের ব্যবসার সঙ্গে যুক্ত যোবায়ের। ফলে গাড়ির প্রতি আগ্রহ অনেক দিন থেকে।

এদিকে আবহাওয়া দপ্তরের মতে, শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা এখন মাইনাস ৩ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ভারত নিয়ন্ত্রিত রাজ্যটিতে বরফধসে নিহত হয়েছে ১০ জনেরও অধিক।

গো নিউজ২৪/আই

বিচিত্র সংবাদ বিভাগের আরো খবর
ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!