ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাসপোর্টে ৩২ ডিসেম্বরের সিল!


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০, ০৫:২২ পিএম আপডেট: জানুয়ারি ৬, ২০২০, ১১:২২ এএম
পাসপোর্টে ৩২ ডিসেম্বরের সিল!

পাসপোর্টে ৩২ ডিসেম্বরের সিল মেরে দিলেন সুদানের রাজধানীতে অবস্থিত খার্তুম বিমানবন্দরের কর্মীরা। অদ্ভুত ও হাস্যকর এ কাণ্ড রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। 

এক টুইটার হ্যান্ডলে সম্প্রতি একটি ছবি পোস্ট হয়। যেখানে দেখা গেছে, পাসপোর্টের সিলে ৩২ ডিসেম্বর ২০১৯-এর তারিখ লেখা রয়েছে। 

ছবিটি এখন টুইটার ট্রেণ্ডিংয়ে রয়েছে। ফেসবুকেও ছবিটি পোস্ট করে এমন ভুল কীভাবে করা হলো সে জল্পনায় মেতেছেন নেটিজেনরা।

এ বিষয়ে অনেকের ধারণা, গেল বছরজুড়েই স্ট্যাম্পে সালের জায়গায় ২০১৯ স্থির ছিল। তা থাকারই কথা। কিন্তু নতুন বছরে এসে সেটি পরিবর্তন না করে দিন ও মাসের সংখ্যা বদলে কাজ চালিয়েছেন কর্মীরা। আর অভ্যাসবশত ৩১ ডিসেম্বরের পরের দিন ৩২ করে ফেলেছেন কেউ।

অনেকে আবার বলছেন, ওই স্ট্যাম্পে বছরের ঘরে ২০২০ সংখ্যাটিই নেই। ২০১৯ পর্যন্তই ছিল সেখানে। তাই ওই স্ট্যাম্প মারা যন্ত্রটি দিয়েই ১ জানুয়ারির দিন, ৩২ ডিসেম্বর ২০১৯ করে কাজ চালিয়ে নিয়েছেন।

সুদানের এমন ভুল নিয়ে যখন রসিকতায় মগ্ন ভারতীয় নেটিজেনরা তখন টুইটারে অনেকেই জানিয়েছেন এমন ‘বিরল তারিখ’ ভারতেও দেখা গিয়েছে। ২০১৮ সালে মুম্বাই এয়ারপোর্টে ১ জানুয়ারির স্থলে ৩২ ডিসেম্বরের স্ট্যাম্প মেরেছিল তারা।

সূত্র: ইন্ডিয়া টাইমস. লাস্টলি ডট কম

গো নিউজ২৪/আই

বিচিত্র সংবাদ বিভাগের আরো খবর
ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!