ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৃষ্টি থামাতে ব্যাঙের বিচ্ছেদ!


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ০৯:০৭ পিএম
বৃষ্টি থামাতে ব্যাঙের বিচ্ছেদ!

বৃষ্টি নামাতে মাটির তৈরি দুটি ব্যাঙের বিয়ে দিয়েছিলেন স্থানীয় লোকজন। ‘উদ্দেশ্য’ সফলও হয়, ব্যাঙের বিয়ের পর নামে বৃষ্টি। কিন্তু বিধি বাম। সেই বৃষ্টি আর থামার নাম নেই। শেষে বৃষ্টি থামাতে ব্যাঙ দুটির বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হয়েছে!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল শহরে এ ঘটনা ঘটেছে। 

বৃষ্টির দেবতাকে সন্তুষ্ট করতে গত জুলাই মাসে আয়োজন করে মাটির তৈরি দুই ব্যাঙের বিয়ে দেওয়া হয়। এরপর বৃষ্টি নেমেছেও। কিন্তু সেই বৃষ্টি এখন আর থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অতিবৃষ্টিতে অতিষ্ঠ হয়ে স্থানীয় লোকেরা এবার বেছে নিয়েছেন উল্টো পন্থা। বিয়ের পর এবার ব্যাঙ দুটির বিচ্ছেদ ঘটানো হয়েছে। বিয়ের দুই মাসের মাথায় গত বুধবার ব্যাঙ দুটির বিচ্ছেদ ঘটানো হয়। ব্যাঙ দুটির বিয়ে যেমন দেওয়া হয়েছে আয়োজন করে, বিচ্ছেদও তেমনি হয়েছে ব্যাপক আয়োজনের মাধ্যমে।

দুই ব্যাঙের বিচ্ছেদ ঘটানোর কাজটি করেছে শিবসেবা শক্তি মণ্ডল নামের একটি সংস্থা। সংস্থার এক সদস্য সুরেশ আগারওয়াল বলেছেন, ‘বৃষ্টি নামানোর উদ্দেশ্যে আমরা দুটি মাটির ব্যাঙ বানিয়ে সেগুলোর বিয়ে দিই। কিন্তু বৃষ্টি এখন এমন পর্যায়ে চলে গেছে যে বৃষ্টি বন্ধ করতে আমরা ব্যাঙ দুটির বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি।’

গো নিউজ২৪/আই

বিচিত্র সংবাদ বিভাগের আরো খবর
ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!