ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লাইভে জ্যান্ত অক্টোপাস খেতে গিয়ে রক্তারক্তি কাণ্ড


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: মে ৮, ২০১৯, ০৪:১৬ পিএম আপডেট: মে ৮, ২০১৯, ১০:১৬ এএম
লাইভে জ্যান্ত অক্টোপাস খেতে গিয়ে রক্তারক্তি কাণ্ড

চীনে লাইভ স্ট্রিমে জ্যান্ত অক্টোপাস খেতে গিয়ে নিজেই মুখে অক্টোপাসের কামড় খেয়ে নাকাল হয়েছেন একজন ব্লগার। অক্টোপাসটা নিজের প্রাণ বাঁচাতে ওই ব্লগার মেয়েটির মুখ কামড়ে ধরে থাকে এবং তাকে ছাড়াতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়।

অক্টোপাস সাধারণত তার হাতগুলো শিকার ধরা বা আক্রমণ ঠেকানোর কাজে ব্যবহার করে।

অক্টোপাস অন্যান্য প্রাণীকে তাদের লম্বা হাতগুলো দিয়ে জড়িয়ে ধরে এবং এর শোষক দিয়ে শক্ত হয়ে প্রাণীটির শরীরের সঙ্গে আটকে থাকে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম মেইল অনলাইন জানায়, অক্টোপাসের হাতে নাকাল ওই ব্লগার ‘সি সাইড গার্ল লিটল সেভেন’ ছোট ছোট ভিডিওর ওয়েবসাইট কুয়াইশুতে তার ভিডিওগুলো আপলোড করেন।

লাইভে জ্যান্ত অক্টোপাস খেতে গিয়ে রক্তারক্তি কাণ্ড

ভিডিওর শুরুতে দেখা যায়, অক্টোপাসটা ওই মেয়ের মুখের সঙ্গে লেগে আছে, কিন্তু মেয়েটি ভয় পাচ্ছে না। এই ভক্তদেরকে তিনি বলেন, ‘দেখুন কত শক্ত হয়ে এটা চুষছে।’

কিন্তু পরে যখন মেয়েটি বুঝতে পারে অক্টোপাসটা তাকে ছাড়বে না, তখন মেয়েটি কাঁদতে শুরু করে।

ক্যামেরা চালু রেখেই সে চিৎকার করে বলতে থাকে, ‘ব্যাথা লাগছে। আমি এটা ছাড়াতে পারছি না।’ একই সঙ্গে সে সর্বশক্তি দিয়ে অক্টোপাসটি তার গাল থেকে ছুটানোর চেষ্টা করে।

শেষ পর্যন্ত অক্টোপাসটাকে মুখের ওপর থেকে সরানো গেলেও মেয়েটির চেহারা অনেকখানি বিকৃত হয়ে যায়।

লাইভে জ্যান্ত অক্টোপাস খেতে গিয়ে রক্তারক্তি কাণ্ড

অক্টোপাসটা সরানোর পর ব্লগারের তার আসল উদ্দেশ্য মনে পড়ে যাওয়ায় সে চিৎকার করে ওঠে, ‘আমি এটা আগামী ভিডিওতে খাব।’

এরপর যখন সে দেখে তার মুখে ছোট একটা রক্তাক্ত ক্ষত তখন সে আবার চিৎকার করে ওঠে, ‘আমার চেহারা নষ্ট হয়ে গেছে।’

ভিডিও ব্লগার সি সাইড গার্ল লিয়ানিউঙ্গাং শহরে বাস করেন এবং সামুদ্রিক খাবার খেতে ভালোবাসেন, জানা যায় তার কুয়েইশু একাউন্ট থেকে।

দুই সপ্তাহ আগে লাইভ স্ট্রিমিং চ্যানেল খুলে তিনি বিভিন্ন রকম সি-ফুড রান্না করে খেয়েছেন।

দৃশ্যত সি সাইড গার্ল বিখ্যাত হতে খুবই ইচ্ছুক। আগের ক্লিপে তাকে বলতে শোনা গেছে, ‘আমার কোনও ক্লিপ কেন ট্রেন্ডিং চার্টে বা আলোচনায় আসছে না?’

অদ্ভুত ভাবে তার সর্বশেষ অক্টোপাসের ভিডিওটি চীনের সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি করেছে।

লাইভে জ্যান্ত অক্টোপাস খেতে গিয়ে রক্তারক্তি কাণ্ড

চীনে টুইটারের মতো সামাজিক মাধ্যম ওয়েইবোতে একজন দর্শক বলেন, ‘ওর এটাই হওয়া উচিৎ ছিল। ও অক্টোপাসটাকে খেতে গিয়েছিল, অক্টোপাসটাও ওকে খাওয়ার চেষ্টা করেছে।’

আরেকজন ওয়েইবো ইউজার ওই পোস্টে লেখেন, ‘চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত।’

গো নিউজ২৪/আই

বিচিত্র সংবাদ বিভাগের আরো খবর
ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!