ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৯:৩২ পিএম
‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

‘তোমার বাবা-মা তোমাকে নিয়ে উদ্বিগ্ন না হলেও পুলিশের উদ্বেগ রয়েছে। আমরা চাই তুমি নিরাপদে থাকো। এ কারণে তোমার বাইকটি জব্দ করা হলো’, মোটরসাইকেল জব্দ করার সময় ইউটিউটার বাইকারকে এমন কথাই বলেছেন ভারতের উত্তর প্রদেশের এক পুলিশ কর্মকর্তা।

বাইক নিয়ে কলাকৌশল প্রদর্শন করে ভিডিও বানাচ্ছিলেন সেই যুবক। ঝুঁকিপূর্ণভাবে বাইক চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের জন্য রিল বানাচ্ছিলেন তিনি। বুধবার (২৪ মে) ভারতের উত্তর প্রদেশের গৌতমপল্লী এলাকায় এক ইউটিউবার বাইকারের এমন কাণ্ডের কথা জানিয়েছেন স্থানীয় পুলিশ।

মঙ্গলবার সেই ব্লগারকে বাইক নিয়ে ‘স্টান্ট’ প্রদর্শন করতে দেখা যায়। এ দৃশ্য চোখে পড়ার পর যুবকের বাইকটি জব্দ করেন তিনি।

চলতি বছরের মার্চে এমন ঝুঁকিপূর্ণ ‘স্টান্ট’ করতে দেখে ৩ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে মুম্বাইয়ের পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের করা ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গেছে, একটি বাইকের সামনে ও পেছনে হেলমেট ছাড়া দুই সঙ্গীকে নিয়ে ঝুঁকিপূর্ণভাবে বাইক চালাচ্ছিলেন এক যুবক। ভিডিওটির একটি অংশ টুইটারে পোস্ট করে মুম্বাই ট্রাফিক পুলিশ ৩ যুবকের সম্পর্কে তথ্য আহ্বান করে। পুলিশ জানায়, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

বিচিত্র সংবাদ বিভাগের আরো খবর
ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

ফ্ল্যাট বাসায় এসব কী চলছে?

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

মা হতে ভালো লাগে তাই গর্ভ ভাড়া দেন তরুণী!

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

স্ত্রীকে পর্নো তারকার মতো পোশাক পরতে বলায় স্বামীর বিরুদ্ধে মামলা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

বিশ্বের সবচেয়ে দামি এই আমের কেজি সাড়ে ৩ লাখ টাকা

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, বাইকারকে পুলিশ

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!

চলন্ত বাইকে তরুণ-তরুণীর অদ্ভুত কাণ্ড!