ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যেভাবে বিকাশের টাকা হাতিয়ে নিতেন তারা


গো নিউজ২৪ | কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৯, ২০২০, ১১:৩৫ এএম
যেভাবে বিকাশের টাকা হাতিয়ে নিতেন তারা

কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের সুগন্ধা পয়েন্টের অভিজাত আবাসিক ভবন আলফা ওয়েব থেকে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

রোববার (৮ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে ভবনের অষ্টম তলার ফ্ল্যাট থেকে ১৫টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট, বিপুল সংখ্যক সিম এবং নগদ ৪৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয় বলে জানিয়েছেন জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী।

আটকরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজীনগর এলাকার মৃত সরওয়ার হাওলাদারের ছেলে মো. হান্নান (৪৫) ও মাদারীপুরের রাজৈর উপজেলার প্রমারচর এলাকার মৃত কিনাই মাতব্বরের ছেলে আজিজুল মাতব্বর (২০)।

কক্সবাজার জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, বিকাশ অফিস, জিনের বাদশা, রবি অফিসের অফার জেতার কথা বলে এবং চট্টগ্রামরে শিবির ক্যাডার নাসিরের জন্য টাকার কথা বলে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের নানাভাবে হুমকি দিয়ে কিছু অসাধু ব্যক্তি টাকা আদায় করছে- এমন অভিযোগ পেয়ে মোবাইল ট্র্যাকিং করা হয়। তাদের কল করা একটি সিমের অবস্থান নিশ্চিত হয়ে হোটেল-মোটেল জোনের সুগন্ধা পয়েন্টের অভিজাত ভবন আলফা ওয়েবের অষ্টম তলার ৮০৫ নম্বর ইউনিটে অভিযান চালানো হয়। সেখান থেকে দুই প্রতারককে আটক ও ১৫টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট, বিপুল সংখ্যক সিম এবং নগদ ৪৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা বলেছেন- বেডশিট ব্যবসায়ী হিসেবে তারা আলফা ওয়েবের ফ্ল্যাটটি ভাড়া নিয়ে অপরাধ কর্ম চালিয়ে আসছিল। এখানে চলতি মাসে উঠলেও তারা কক্সবাজার এসেছেন চার মাস আগে। এ বিষয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা করে তাদেরকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে।

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার