ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের চাঁদাবাজির ফোনালাপ ভাইরাল!


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ২৬, ২০১৯, ০৮:০২ পিএম আপডেট: নভেম্বর ২৬, ২০১৯, ০৮:০৬ পিএম
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের চাঁদাবাজির ফোনালাপ ভাইরাল!

রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের 'কিলিং মাস্টার' শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের চাঁদা দাবির একটি ফোনালাপ ভাইরাল হয়েছে। তবে ফোনালাপের ব্যক্তিটি আসলেই সুব্রত বাইন কি না তা অবশ্য জানা যায়নি। ফোনালাপের অন্যপ্রান্তে থাকা নারীর যে মুঠোফোনে কল আসে তা হলো ০০৯১-৮০১৭৮২২৭২৫। তার নাম সাবিনা ইয়াসমিন।

নিজেকে সুব্রত বাইন দাবি করা সেই ব্যক্তি বলেন, আমার কয়েকজন ছেলে 'রোড আক্সিডেন্ট' করেছে বাংলাদেশের সাভারে। তাদেরকে উন্নত চিকিৎবার জন্য ভারতে আনা হয়েছে। এই মুহূর্তে চিকিৎসার জন্য ১৪ লাখ টাকা প্রয়োজন। ইতোমধ্যে ১০ লাখ টাকা জোগাড় করা হয়েছে। আরও ৪ লাখ টাকা লাগবে। আপনি আমাকে দুই থেকে তিন ঘণ্টার মধ্যে তিন থেকে চার লাখ টাকা জোগাড় করে দেন। আমার ছেলেরা আপনার কাছ থেকে সেই টাকা সংগ্রহ করবে।

প্রত্যুত্তরে সাবিনা ইয়াসমিন বলেন, আমি চাকরিজীবী মানুষ। এখনো বেতন পাইনি। বড়জোর ১০ হাজার টাকা দিতে পারবো। এক পর্যায়ে তাদের মধ্যে চাঁদা দাবি নিয়ে অনেকটা যেন দর কষাকষি হয়। সুব্রত বাইন বলেন, আপাতত ৩০ হাজার টাকা দেন। ভদ্র মহিলা বলেন, আমি ১০/১৫ হাজার দিতে পারবো। এরপর বলেন, ১৭ হাজার। আর সেই ব্যক্তি দাবি করেন ২০ হাজার।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের ঘোষিত শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় অন্যতম সদস্য এই সুব্রত বাইন। শুধু দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, ভিনদেশেও বেশ তৎপর ছিলেন এক সময়। এমনকি নেপালের জেল ভেঙেও পালিয়েছেন এই সুব্রত। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের জেলে বন্দী তিনি। কিন্তু তার নাম ভাঙিয়ে প্রায়ই বাংলাদেশের মানুষের কাছে চাঁদা দাবি করা হয়। এগুলো সবই আসে ভারতীয় নম্বর থেকে। 

ফেনালাপ শুনুন এখানে

অডিও বাংলাদেশ প্রতিদিনের সৌজন্যে

গো নিউজ২৪/আই

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার