ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসামি ছেড়ে ইয়াবা ভাগাভাগি, ৫ পুলিশ কারাগারে


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৮:৩৪ পিএম
আসামি ছেড়ে ইয়াবা ভাগাভাগি, ৫ পুলিশ কারাগারে

রাজধানীতে ইয়াবা উদ্ধার করে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করার সময় গ্রেফতার ৫ পুলিশের সবাইকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রোববার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গুলশান থানার এএসআই মাসুদ আহমেদ মিয়াজী, এপিবিএনের কনস্টেবল প্রশান্ত মন্ডল ও নায়েক মো. জাহাঙ্গীর আলমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করলে মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত শুক্রবার এই তিন পুলিশকে দ্বিতীয় দফা রিমান্ডে নেওয়া হয়। গতকাল শনিবার এপিবিএনের কনস্টেবল মো. রনি মোল্যা ও মো. শরিফুল ইসলামকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে আদালতে হাজির করার পর তাদেরও কারাগারে পাঠানো হয়।

রিমান্ড প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াবা কারবারিদের কাছ থেকে ইয়াবা জব্দ করে পুলিশের এই পাঁচ সদস্য নিজেদের মধ্যে ভাগাভাগি করতেন। এরপর ইয়াবাসেবীদের কাছে সেগুলো বিক্রি করতেন। আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে এসব জানা গেছে।

গত ১৫ সেপ্টেম্বর এপিবিএনের উত্তরার ব্যারাক থেকে চার তিনি কনস্টেবল ও এক নায়েক এবং গুলশান থানা থেকে এএসআইকে গ্রেফতার করা হয়। ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উত্তরার এপিবিএন-১ সদর দপ্তরের ব্যারাক ভবনের চতুর্থ তলার বাথরুমের সামনে কয়েকজন পুলিশ সদস্য ইয়াবার ভাগবাটোয়ারা করছেন। তখনই তাদের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত নেয় এপিবিএন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে একটি টহলদল ঘটনাস্থলে গিয়ে কনস্টেবল প্রশান্ত মন্ডল, কনস্টেবল রনি মোল্যা ও কনস্টেবল শরিফুল ইসলামকে দেখে তাদের তল্লাশি করে। তখন কনস্টেবল প্রশান্ত মন্ডলের প্যান্টের পকেট থেকে ১৫৮ পিস এবং ট্রাংক থেকে ৩৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কনস্টেবল শরিফুলকে ইয়াবা বিক্রির নগদ ১৫ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে শরিফুল জানান, তিনি কনস্টেবল রনি মোল্যার কাছ থেকে সাড়ে ১৮ হাজার টাকায় ১৫০ পিস ইয়াবা কিনেছেন। পরে রনিকেও গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, রাজধানীর গুলশানের গুদারাঘাট চেকপোস্টে মোটরসাইকেল তল্লাশি করে সাড়ে পাঁচশ পিস ইয়াবা পায় পুলিশ। পরে আসামিদের ছেড়ে দিয়ে সেই ইয়াবাগুলো বাহিনীটির পাঁচ সদস্য মিলে ভাগ-বাটোয়ারা করেন।

গো নিউজ২৪/আই

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার