ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদা না দেওয়ায় উলঙ্গ করে ভিডিও, লজ্জায় আত্মহত্যা


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৯, ১০:১৪ পিএম
চাঁদা না দেওয়ায় উলঙ্গ করে ভিডিও, লজ্জায় আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেওয়ায় জামাল উদ্দিন নামের একজনকে উলঙ্গ করে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর লজ্জায় আত্মহত্যা করেছেন তিনি।  

নিহত জামাল উদ্দিন (৪০) উপজেলার তেলিহাটি টেপিরবাড়ী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। সোমবার বেলা ১১টায় নিজবাড়ির বারান্দার আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

এ ঘটনায় নিহতের ছেলে হৃদয় শ্রীপুর থানায় অভিযোগ দিয়েছেন।

এ ঘটনায় অভিযুক্তরা হলো- একই এলাকার সিয়াম, সাদেক মিয়া, সহযোগী রনি, পিন্টু, সজল, শাওনসহ কমপক্ষে ১০ জন।

নিহতের ছেলে হৃদয় জানান, গত বেশ কয়েকদিন আগে থেকে অভিযুক্তরা তার বাবার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। ওই টাকা না দেওয়ায় রোববার বিকেলে অভিযুক্তরা তাকে বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী বৃন্দাবন-বাদশাহ নগর সরকারি বনে নিয়ে যায়। সেখানে অভিযুক্তরা তার বাবাকে উলঙ্গ করে মোবাইলে ভিডিও ধারণ করে। পরে তার কাছে সোমবারের মধ্যে দুই লাখ টাকা চাঁদা দিতে বলে। অন্যথায় ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে দেওয়ায় হুমকি দেয়।

পরে হৃদয়ের বাবা বিষয়টি স্বজনদের জানান। সোমবার সকালে বাড়ির লোকজন তাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন। দুপুরে হৃদয় জানতে পারেন তার বাবার মরদেহ বারান্দার আড়ার সঙ্গে ঝুলে রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

শ্রীপুর থানার এসআই নয়ন জানান, জামাল উদ্দিন ঘটনাটি তার স্বজন ও এলাকার লোকদের জানিয়েছিল। স্থানীয়রা তাকে থানায় সাধারণ ডায়েরির করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ডায়েরি করার আগেই তিনি আত্মহত্যা করেন। দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

গো নিউজ২৪/আই

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার