ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মারা যাওয়ার পরেও হাসপাতালে রেখে বিল ধরিয়ে দেওয়ার অভিযোগ


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২২, ২০১৯, ১১:৫২ এএম
মারা যাওয়ার পরেও হাসপাতালে রেখে বিল ধরিয়ে দেওয়ার অভিযোগ

ঢাকা: রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে অপচিকিৎসায় এক রোগী মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। মৃত্যুর পরেও প্রায় এক সপ্তাহ তাকে চিকিৎসাধীন রাখার কথা বলে বড় অংকের বিল ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

স্বজনদের দাবি, ২০ দিনে ওই রোগীকে ২২ বার ডায়ালাইসিস করা হয়েছে; যার কোন প্রয়োজন ছিল না। আর বিল দেখানো হয়েছে প্রায় ১০ লাখ টাকা।

নিহত শহীদুল ইসলামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। গত ১৪ মে কিডনির সমস্যা নিয়ে এই হাসপাতালে ভর্তি হন।

স্বজনদের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা জানায়নি। শুক্রবার সন্ধ্যায় রোগীর অবস্থা জানতে চাইলে মারা যাওয়ার কথা জানায় চিকিৎসকরা।

শহীদুল ইসলামের ছেলে কামাল অভিযোগ করেন, তার বাবাকে ২০ দিনে ২২টি ডায়ালাইসিস দেওয়া হয়েছে। তারা কয়েকবার অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও কতৃপক্ষ নিতে দেয়নি। তিনি ধারণা করেন তার বাবা ১৪ তারিখে মারা গেছেন। এরপরও হাসপাতাল কতৃপক্ষ তার বাবাকে নিয়ে ব্যবসা করেছে।

তিনি আরো বলেন, আগে প্রতিদিন বিলের জন্য হাসপাতাল থেকে ফোন দেওয়া হত। কিন্তু গত এক সপ্তাহে বিলের বিষয়ে কিছু না বলায় আমাদের সন্দেহ হয়। পড়ে চাপ দেওয়ায় রাতে মারা যাওয়ার কথা স্বীকার করেছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের অভিযোগ অস্বীকার করে বলেন, এক মাস সাত দিনে চিকিৎসা বাবদ নয় লাখ টাকা বিল হলেও রোগীর স্বজনরা পাঁচ লাখ টাকা দেন।

এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রোগীর স্বজনদের বাকবিতণ্ডায় উত্তাপ ছড়ালে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

গো নিউজ২৪/এমআর

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার