ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২০ লাখ টাকার সম্পদ ও পরকীয়া প্রেমিকসহ প্রবাসীর স্ত্রী আটক


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ২২, ২০১৯, ০৪:৩০ পিএম আপডেট: মে ২২, ২০১৯, ১০:৩০ এএম
২০ লাখ টাকার সম্পদ ও পরকীয়া প্রেমিকসহ প্রবাসীর স্ত্রী আটক

প্রবাসী স্বামীর সন্তান ও সম্পদ নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছিলেন ইয়াসমিন আক্তার পলি (৩৪) নামের এক নারী। ঘটনার পর সিলেটে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মালামাল ও প্রেমিকসহ তাকে আটক করেছে পুলিশ। 

বুধবার তাদের সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসার পর দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

জানা গেছে, প্রবাসী ব্যবসায়ী মো. আলী হোসেন ২৫ বছর ধরে সৌদি আরবে ব্যবসা করছেন। ১৬-১৭ বছর পূর্বে তিনি বিয়ে করেছিলেন ইয়াসমিনকে। তাদের সংসার ভালই চলছিল। তাদের ১৩ ও ৮ বছরের দুই সন্তানও রয়েছে। কিন্তু আলী হোসেন বিদেশে থাকায় তার অনুপস্থিতিতে ফেসবুকে সিলেটের সালেহ আহমেদ পলাশের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী ইয়াসমিন।

গত ৩০ এপ্রিল দুপুরে পরকীয়া প্রেমিকের সঙ্গে যোগসাজসে ৫ লাখ টাকা মূল্যের ১১ ভরি স্বর্ণালঙ্কার, নিত্য ব্যবহার্য ইলেক্ট্রিক পণ্য, ফ্রিজ, এসি, আসবাবপত্রসহ প্রায় আট লাখ টাকার মালামাল ও নগদ ৭ লাখ টাকা নিয়ে সিদ্ধিরগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে যায়। খবর পেয়ে সৌদি প্রবাসী ব্যবসায়ী মো. আলী হোসেন দেশে ফিরে ১৭ মে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার দুপুরে সিলেটের শাহপরাণ থানাধীন মেজর টিলার কে.কে. গার্ডেন থেকে আসামিদের গ্রেফতার ও মালামাল জব্দ করে থানায় আনা হয়েছে। পরে তাদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। 

গ্রেফতারকৃত আসামি সালেহ আহমেদ পলাশ সিলেটের জালালবাদ থানাধীন আখালিয়া জৈগিপাড়া গ্রামের মুক্তার আহমেদের ছেলে। প্রবাসী মো. আলী হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার পলি লক্ষীপুরের রায়পুর থানাধীন মধুপুরের আবু ইউছুফের মেয়ে। 

গো নিউজ২৪/আই

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার