ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নুসরাত হত্যা, হাফেজ কাদের গ্রেফতার


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৯, ০৯:৪৬ এএম
নুসরাত হত্যা, হাফেজ কাদের গ্রেফতার

ঢাকা: ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার এজাহারভুক্ত আট আসামির অন্যতম হাফেজ আবদুল কাদের মানিককে (২৫) গ্রেফতার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

বুধবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকার ৬০ ফিট এলাকা সংলগ্ন ছাপড়া মসজিদের পাশের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

সে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা হেফজ বিভাগের শিক্ষক এবং ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার অনুগত হিসেবে মাদরাসা হোস্টেলে থাকতো আবদুল কাদের।

এ তথ্য নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম জানায়, কাদেরকে নিয়ে মামলার এজাহারভুক্ত আট আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পিবিআই। এছাড়া এই ঘটনার সন্দেহভাজন আসামি হিসেবে আরো ১০ জন গ্রেফতার রয়েছে। তারা ফেনী কারাগারে রয়েছে। তাদের মধ্যে শামীম ও নুর উদ্দিন দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এদিকে নুসরাত হত্যা পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে, আসামি মোহাম্মদ আবদুর রহিম শরীফ।

গতরাতে সোনাগাজীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর আগে বিকাল সাড়ে ৩টায় তাকে আদালতে নেয়া হয়। ছয় ঘণ্টা ধরে বিচারক সরাফ উদ্দিন আহাম্মদ তার জবানবন্দি রেকর্ড করেন।

নুসরাত হত্যা মামলায় এর আগে গত রোববার এজাহারভুক্ত আসামি নুর উদ্দিন ও শাহদাত হোসেন শামীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গো নিউজ২৪/এমআর

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার