ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসে ছাত্রীসহ ধরা, অতঃপর ছিনতাই!


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৩, ২০১৯, ১০:১২ পিএম
মেসে ছাত্রীসহ ধরা, অতঃপর ছিনতাই!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এঘটনায় সূত্রাপুর থানায় মামলায় দায়ের করা হয়েছে। মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী ফারহান (মন্টু)। ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ওই পাঁচ শিক্ষার্থীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার শিক্ষার্থীরা হলেন, নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের সুব্রত শাহা, পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অর্পন শান্ত, প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াদ, দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শৈকত, একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের চতুর্থ বর্ষের তুহিন।

জানা যায়, ‘সুব্রত ও ফারহান এক মেসে থাকতেন। সুব্রত বৃহস্পতিবার রাতে মেসে এক ছাত্রীকে নিয়ে আসে। এসময় মহল্লার লোকজন তাদের আটক করে। সুব্রত ভাবে ফারহান মহল্লার লোকজনকে বিষয়টি জানিয়েছে। পরদিন সকালে সুব্রত তার কিছু বড় ভাই ডেকে এনে ফারহানকে মেস থেকে তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রী হলের চার তলায় রড দিয়ে পিঠিয়ে টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। পরে তাকে ছেড়ে দিলে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলে চিকিৎসা নিয়ে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, পুলিশ আমাদের ঘটনাটি জানিয়েছে। আমরা তাদের বলেছি যদি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তবে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। তবে কোনো নিরপরাধ শিক্ষার্থী যেনো হয়রানির শিকার না হয় সেটাও বলে দেয়া হয়েছে।

গো নিউজ২৪/আই

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার