ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যাত্রী বেশে বাসে ডাকাতি, ছুরিকাঘাতে চালক নিহত


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ১১:৪১ এএম
যাত্রী বেশে বাসে ডাকাতি, ছুরিকাঘাতে চালক নিহত

ঢাকার আশুলিয়ায় এক বাসচালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে ডাকাতদল, যারা যাত্রীবেশে ওই বাসে উঠে ছিল বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার এসআই ফারুক হোসেন জানান, মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর এলাকায় ইনসাফ ক্লাসিক বাসের এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহত বাসচালক মো. শাহজাহান মিয়া টাঙ্গাইল সদরের চরগানা গ্রামের প্রয়াত বিশা মিয়ার ছেলে।

আহত বাসচালকের সহকারী বাদশা মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও সুপারভাইজার শহিদুল খানকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা হচ্ছে। তাদের বাড়িও টাঙ্গাইলে।

ওই বাসের কয়েকজন যাত্রী ও আহতদের বরাত দিয়ে এসআই ফারুক বলেন, ভোর হওয়া আগে ধলেশ্বরী পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছিল।

আব্দুল্লাহপুর ও বাইপাইল থেকে যাত্রীবেশে ১৩ ডাকাত বাসে উঠে। বাসটি টাঙ্গাইলের মির্জাপুর এলে ডাকাতরা বাসটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। চালক তাদের বাসের চাবি দিতে অস্বীকৃতি জানান।

এ সময় চালক, হেলপার ও সুপারভাইজারকে মারধর করে বেঁধে রাখে এবং ছুরিকাঘাত করে। পরে বাসটি আশুলিয়ার শ্রীপুর নিয়ে এসে যাত্রীদের নগদ টাকা ও মালামাল লুট করে পালিয়ে যায় তারা।

সকালে স্থানীয়দের দেওয়া খবরে আহতদের উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বাসচালক শাহজাহানকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

গো নিউজ২৪/এমআর

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার