ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুদের টাকা চাওয়ায় বৈদ্যুতিক শক দিয়ে বন্ধুকে হত্যা


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৮, ০৫:৩৯ পিএম আপডেট: জানুয়ারি ১৩, ২০১৮, ১১:৫৭ এএম
সুদের টাকা চাওয়ায় বৈদ্যুতিক শক দিয়ে বন্ধুকে হত্যা

বন্ধুর কাছে সুদের টাকায় চাওয়ায় সিরাজুল ইসলাম (৪০) নামে এক দানদ ব্যবসায়ীকে ফোনে ডেকে নিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনার ২৭ দিন পর শনিবার (১৩ জানুয়ারী) দুপুরে অভিযুক্ত বন্ধুর বাসার রান্না ঘরে পুতে রাখা গর্ত থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের বন্ধু ফরিদ ও তার স্ত্রী মিনি আক্তার মিষ্টিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাত ১০টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার মালিয়াটারী কানাটারী গ্রামের মফেল উদ্দিলের ছেলে সিরাজুল ইসলামকে তার বন্ধু ফরিদ ফোন করে বাসার বাহিরে ডাকেন। ফোন পেয়ে হকবাজার মালিটারীতে বন্ধু ফরিদের সাথে দেখা করতে হয় সিরাজুল।

এরপর আর ফিরে আসেননি। ওইদিন থেকে আত্মীয় স্বজনের বাড়ি, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় গত ১৯ ডিসেম্বর সিরাজুলের ভাই সেরেকুল ইসলাম কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।

কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুলতান আলী জানান, নিহত যুবক পেশায় দাদন ব্যবসায়ী ছিলেন। ১২ জানুয়ারী শুক্রবার রাতে ফরিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

পরে তার স্ত্রী মিনি আক্তার মিষ্টিকে (২৫) গ্রেফতারের পর তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী শনিবার নিখোঁজ সিরাজুলের মরদেহ উদ্ধার করা হয়। মুলত দাদনের টাকার জের ধরে ফরিদ ও তার স্ত্রী  তাকে বাড়িতে ডেকে নিয়ে প্রথমে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার পর তার মরদেহ রান্না ঘরের মাটি খুঁড়ে পুঁতে রাখে।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের  প্রস্তুতি চলছে।

গোনিউজ২৪/কেআর

 

 

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার