ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রংপুরে ৩ মাসে ১২ খুন, ধর্ষণ ১৪


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক, রংপুর প্রকাশিত: জুলাই ৯, ২০১৭, ০৬:৩১ পিএম
রংপুরে ৩ মাসে ১২ খুন, ধর্ষণ ১৪

গেল তিন মাসে রংপুর জেলায় ১২টি খুনের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার হয়েছে ১৪ জন। এছাড়া নারী-শিশু নির্যাতন, চুরি, ছিনতাই, রাহাজানি ও ডাকাতিসহ ৯৫৭টি অপরাধ সংঘটিত হয়েছে। 

রোববার (৯ জুলাই) দুপুরে রংপুর জেলা প্রশাসকের সভা কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির ত্রৈমাসিক সভায় গত এপ্রিল, মে ও জুন মাসের এসব অপরাধ ফিরিস্তি তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, এপ্রিল মাসে ৬টি, মে ও জুন মাসে ৩টি করে খুনের ঘটনা ঘটেছে। এপ্রিল মাসে ধর্ষণের শিকার হয়েছে ৮ জন, মে মাসে ৪ এবং জুনে ২ জনসহ মোট ১৪ জন। এছাড়া ওই তিন মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৪৭টি।

অন্যদিকে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ৩৪১টি, অস্ত্র আইনে ৫টি, চুরি হয়েছে ২৮টি, রাহাজানি ৩টি, অপহরণ ৩টি এবং অন্যান্য ৫০২টিসহ মোট ৯৫৭টি অপরাধের বিবরণ রেকর্ড হয়েছে।

অপরাধ চিত্রের পর্যালোচনায় কমিটির সদস্যরা প্রতিটি খুনের যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধীর শাস্তি নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। 

এসময় তারা মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, জঙ্গি ও সন্ত্রাসবাদের কুফল, মোবাইল কোর্ট অভিযান, গ্রাম আদালতের কার্যক্রম, চিকিৎসা সেবা কেন্দ্রগুলোর মানোন্নয়ন, নগরীর অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।  

জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) ফজলে এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রাফা মোহাম্মদ আরিফ, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা রহমান, সহকারী কমিশনার মিন্টু বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন, সাবেক কাউন্সিলর আজমল হোসেন লেবুসহ কমিটির বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

গো নিউজ২৪/এমবি


 

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার