ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চলছে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি


গো নিউজ২৪ | ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৭, ০৯:২৮ এএম
চলছে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি

ঝিনাইদহ জেলার সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনিয়া পাড়ার জঙ্গি আস্তানায় পুলিশ ও কাউন্টার টেররিজমের রাতের অভিযান স্থগিত করা হয়েছে।

আজ শনিবার সকাল ৭টা থেকে অভিযান পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ গত রাত সাড়ে ১০ টার দিকে সাংবাদিকদের জানান, পোড়াহাটি গ্রামের আব্দুল্লাহ এর বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল সন্ধ্যা ৬ টা থেকে ঘিরে রাখে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট সদস্যরা। বাড়িটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, বোমা ও আগ্নেয়াস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অনেক রাত হয়ে যাওয়ার কারণে অভিযান স্থগিত করা হয়েছে।

তিনি আরো জানান, ঢাকা থেকে বোমা নিষ্ক্রীয়করণ দল আসার পর ভোর থেকে পুনরায় অভিযান শুরু হবে। বাড়িটির আশপাশ এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে।

গতকাল ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার প্রলয় কুমার জোয়ার্দার বলেন, ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ওই বাড়িতে দীর্ঘদিন ধরে জঙ্গি কার্যক্রম ছিল। বাড়িটি আমাদের নজরে ছিল।

তিনি বলেন, শুক্রবার বিকাল ৫টার দিকে জেলা পুলিশের সহায়তায় পোড়াহাটি গ্রামের কয়েকটি বাড়ি ঘিরে রাখা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে বাড়িটির ভেতর বোমা তৈরির সরঞ্জামসহ প্রচুর বিস্ফোরক পাওয়া গেছে।

প্রলয় কুমার জোয়ার্দার আরও বলেন, বাড়িটি তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল, তিনটি সুইসাইড ভেস্ট, প্রেশার কুকার বোমা, ২০ কন্টেইনার রাসায়নিক এবং প্রচুর পরিমাণ আইইডি ও ডেটোনেটর পাওয়া গেছে।

এর আগে শুক্রবার বিকাল ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনে পাড়ার একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গো নিউজ২৪/এএইচ

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার