ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধারণ ক্ষমতার ৩ গুণ যাত্রী নিয়ে বরিশাল ছাড়ল ৩টি লঞ্চ


গো নিউজ২৪ | দেশজুড়ে প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ১২:০৩ এএম
ধারণ ক্ষমতার ৩ গুণ যাত্রী নিয়ে বরিশাল ছাড়ল ৩টি লঞ্চ

বরিশাল থেকে তিনটি যাত্রীবাহী লঞ্চ রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা করেছে। দেরিতে হলে লঞ্চে যাত্রা করার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেছে যাত্রীরা। তবে লঞ্চগুলোতে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত।

এদিকে লঞ্চ কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করেছেন তারা। বরিশাল নদী বন্দর কর্মকর্তা জানিয়েছেন সরকারি নির্দেশনা বাস্তবায়নে তারা কাজ করছেন। 

রোববার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এডভেঞ্চার ৯, কুয়াকাটা ২ ও কীর্তণখোলা ২ ধারণ ক্ষমতার ২ থেকে আড়াইগুণ বেশি যাত্রী নিয়ে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করে।

প্রত্যেকটি লঞ্চ ছিলে যাত্রীতে ঠাসা। ভেঙে পরেছিল স্বাস্থ্যবিধি। সরকারি নির্দেশনা পুরোপুরি মানা হয়নি। অনেকেই মাস্ক ছাড়াই লঞ্চে আরোহন করেছে। প্রত্যেকটি লঞ্চের ধারণ ক্ষমতা ১ হাজারের ঊর্ধ্বে, কিন্তু ধারণ ক্ষমতার দুই বা আড়াইগুণ যাত্রী নিয়ে লঞ্চগুলো ছেড়ে গেছে।

তবে দেরি করে হলেও লঞ্চের যাত্রী হয়ে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। 

এদিকে এডভেঞ্চার ৯ লঞ্চের ম্যানেজার হুমায়ন কবির জানান, আমরা লঞ্চ যাত্রীদেরকে স্বাস্থ্যবিধি মানানোর জন্য মাইকিং করেছি। তবে অনেক ক্ষেত্রে পুরোপুরি স্বাস্থ্যবিধি মানানো যায়নি বলে স্বীকার করেন তিনি।

এ ব্যাপারে বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মানার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছিল। তবে অনেকাংশে সেটাও সম্ভব হয়নি। বাড়তি ভাড়া নেয়া হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা