ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০

এক বোটায় ধরেছে ৭ লাউ!


গো নিউজ২৪ | অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: মে ১০, ২০২১, ১১:৫১ এএম
এক বোটায় ধরেছে ৭ লাউ!

ছবি : সংগৃহীত

যশোরের অভয়নগরে কামরুল হাসান নামে স্থানীয় এক চাষির লাউ গাছে এক বোটায় সাতটি লাউ ধরেছে। গাছ ও লাউ দেখতে গ্রামবাসী ভিড় করছে তার বাড়িতে।

কামরুল হাসান উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের তরফদার পাড়ার মৃত মোশারফ হোসেন তরফদারের ছেলে।  

সরেজমিনে গিয়ে দেখা যায়, কামরুল হাসানের বাড়ির আঙ্গিনায় বেশ কয়েকটি লাউ গাছ রয়েছে। গাছগুলোতে ছোট-বড় অনেক লাউ ধরেছে। এর মধ্যে একটি গাছের একটি বোটায় সাতটি লাউ দেখা যায়। ছয়টি লাউ প্রায় একই সাইজের হলেও একটি লাউ আকারে বড় হয়েছে।
 
কামরুল হাসান বলেন, বাজার থেকে কেনা লাউ গাছের বীজ বাড়ির আঙ্গিনায় রোপণ করি। বীজ থেকে বেশ কয়েকটি গাছ জন্ম নেয়। এরপর প্রায় প্রতিটি গাছে ফুল আসে এবং ফল ধরতে শুরু করে। তবে একটি গাছে ঘটে ব্যতিক্রম। সেই গাছের একটি বোটায় ১১টি লাউ ধরে। চারটি লাউ শুরুতে নষ্ট হয়ে ঝরে যায়। বর্তমানে সাতটি লাউ রয়েছে। আল্লাহ চাইলে সবই সম্ভব। লাউ এবং গাছ দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ প্রতিদিন বাড়িতে আসছে।  

এ বিষেয়ে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানী বলেন, এক বোটায় সাতটি লাউ সচরাচর মেলেনা। একটি ব্যতিক্রমী ঘটনা। জেনেটিক কারণে এমনটি ঘটেছে। তারপরও সব সৃষ্টিকর্তার ইচ্ছা।

গোনিউজ/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
২৮৩ মোবাইল ফোন ছিনতাই, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক রিমান্ডে

২৮৩ মোবাইল ফোন ছিনতাই, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক রিমান্ডে

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নাইঃ হাসেম রেজা

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নাইঃ হাসেম রেজা

আগে বাজার করতে লাগতো ২৫০০ টাকা, এখন লাগে ৪৫০০

আগে বাজার করতে লাগতো ২৫০০ টাকা, এখন লাগে ৪৫০০

নীলমনিগন্জে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং উংসব অনুষ্ঠিত।

নীলমনিগন্জে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং উংসব অনুষ্ঠিত।

আলমডাঙ্গার নাগদাহ বলিয়ারপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

আলমডাঙ্গার নাগদাহ বলিয়ারপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

নৌকার পক্ষে গনসংযোগ ও পথসভা করলেন হাশেম রেজা।

নৌকার পক্ষে গনসংযোগ ও পথসভা করলেন হাশেম রেজা।