ঢাকা মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

এক বোটায় ধরেছে ৭ লাউ!


গো নিউজ২৪ | অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: মে ১০, ২০২১, ১১:৫১ এএম
এক বোটায় ধরেছে ৭ লাউ!

ছবি : সংগৃহীত

যশোরের অভয়নগরে কামরুল হাসান নামে স্থানীয় এক চাষির লাউ গাছে এক বোটায় সাতটি লাউ ধরেছে। গাছ ও লাউ দেখতে গ্রামবাসী ভিড় করছে তার বাড়িতে।

কামরুল হাসান উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের তরফদার পাড়ার মৃত মোশারফ হোসেন তরফদারের ছেলে।  

সরেজমিনে গিয়ে দেখা যায়, কামরুল হাসানের বাড়ির আঙ্গিনায় বেশ কয়েকটি লাউ গাছ রয়েছে। গাছগুলোতে ছোট-বড় অনেক লাউ ধরেছে। এর মধ্যে একটি গাছের একটি বোটায় সাতটি লাউ দেখা যায়। ছয়টি লাউ প্রায় একই সাইজের হলেও একটি লাউ আকারে বড় হয়েছে।
 
কামরুল হাসান বলেন, বাজার থেকে কেনা লাউ গাছের বীজ বাড়ির আঙ্গিনায় রোপণ করি। বীজ থেকে বেশ কয়েকটি গাছ জন্ম নেয়। এরপর প্রায় প্রতিটি গাছে ফুল আসে এবং ফল ধরতে শুরু করে। তবে একটি গাছে ঘটে ব্যতিক্রম। সেই গাছের একটি বোটায় ১১টি লাউ ধরে। চারটি লাউ শুরুতে নষ্ট হয়ে ঝরে যায়। বর্তমানে সাতটি লাউ রয়েছে। আল্লাহ চাইলে সবই সম্ভব। লাউ এবং গাছ দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ প্রতিদিন বাড়িতে আসছে।  

এ বিষেয়ে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানী বলেন, এক বোটায় সাতটি লাউ সচরাচর মেলেনা। একটি ব্যতিক্রমী ঘটনা। জেনেটিক কারণে এমনটি ঘটেছে। তারপরও সব সৃষ্টিকর্তার ইচ্ছা।

গোনিউজ/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
আমরা আর কতভাবে বিচার চাইবো, প্রশ্ন তনুর মায়ের

আমরা আর কতভাবে বিচার চাইবো, প্রশ্ন তনুর মায়ের

মুহূর্তেই ঝরে গেল ১৯টি তাজা প্রাণ, দায় কার?

মুহূর্তেই ঝরে গেল ১৯টি তাজা প্রাণ, দায় কার?

বড় পাপ করে ছোট সাজাতেই পার পেয়ে গেলেন সাত ছাত্রলীগ কর্মী

বড় পাপ করে ছোট সাজাতেই পার পেয়ে গেলেন সাত ছাত্রলীগ কর্মী

মুরগি কেনা ও খাওয়া বন্ধ করে দিচ্ছে মানুষ

মুরগি কেনা ও খাওয়া বন্ধ করে দিচ্ছে মানুষ

মাংসের বাজার থেকে চলেই গেছেন নিম্নবিত্তরা, এবার মধ্যবিত্তদের পালা

মাংসের বাজার থেকে চলেই গেছেন নিম্নবিত্তরা, এবার মধ্যবিত্তদের পালা

ব্রয়লার মুরগির মাংসের পিস ৫৭ টাকা, ভাগায় বিক্রি হচ্ছে গরুর মাংস

ব্রয়লার মুরগির মাংসের পিস ৫৭ টাকা, ভাগায় বিক্রি হচ্ছে গরুর মাংস