ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০

জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের পাঙাশ মাছ


গো নিউজ২৪ | রাজবাড়ী প্রতিনিধি  প্রকাশিত: মে ৪, ২০২১, ১০:১৮ এএম
জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের পাঙাশ মাছ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনার কুশাহাটারচর এলাকা থেকে ১৩ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি করা হয়েছে ১৬ হাজার ২৫০ টাকা।

মঙ্গলবার রাতে জেলে খালেক সরদারের জালে মাছটি ধরা পড়ে।  

পরে দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়তের স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এক হাজার ২৫০ টাকা কেজিদরে মাছটি কিনে নেন। মাছটি একনজর দেখার জন্য ৫ নম্বর ফেরিঘাটে ভিড় করেন স্থানীয়রা।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, মঙ্গলবার ভোরে জেলে খালেক সরদারের কাছ থেকে ১৩ কেজি ওজনের পাঙাশ মাছটি আমি এক হাজার ২৫০ টাকা কেজিদরে কিনেছি। মাছটি বিক্রির জন্য ঢাকার কিছু ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. জয়দেব পাল বলেন, বর্তমানে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে বড় বড় আকারের বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে বলে জানান ওই কর্মকর্তা।

গোনিউজ/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
২৮৩ মোবাইল ফোন ছিনতাই, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক রিমান্ডে

২৮৩ মোবাইল ফোন ছিনতাই, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক রিমান্ডে

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নাইঃ হাসেম রেজা

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নাইঃ হাসেম রেজা

আগে বাজার করতে লাগতো ২৫০০ টাকা, এখন লাগে ৪৫০০

আগে বাজার করতে লাগতো ২৫০০ টাকা, এখন লাগে ৪৫০০

নীলমনিগন্জে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং উংসব অনুষ্ঠিত।

নীলমনিগন্জে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং উংসব অনুষ্ঠিত।

আলমডাঙ্গার নাগদাহ বলিয়ারপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

আলমডাঙ্গার নাগদাহ বলিয়ারপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

নৌকার পক্ষে গনসংযোগ ও পথসভা করলেন হাশেম রেজা।

নৌকার পক্ষে গনসংযোগ ও পথসভা করলেন হাশেম রেজা।