ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

পুলিশসহ সড়কে ঝরে গেল ১৩ টি প্রাণ


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১, ০৮:৫৫ এএম
পুলিশসহ সড়কে ঝরে গেল ১৩ টি প্রাণ

ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ১৩ জন নিহত হয়েছেন। রোববার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। লালমনিরহাটে ট্রাকের চাপায় একজন এসআই ও এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গায় আলমসাধু ও মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন স্বামী-স্ত্রী। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন। হবিগঞ্জের মাধবপুরে মৃত মাকে দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল ছেলের।

এছাড়া ঢাকার ধামরাই, চট্টগ্রাম, কুমিল্লা, জামালপুর, হবিগঞ্জ, পিরোজপুর, নেত্রকোনা ও মানিকগঞ্জে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কে ঘনকুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি যাত্রীবাহী বাস, এতে ২০ যাত্রী আহত হয়েছেন।

লালমনিরহাট : ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী হাতীবান্ধা থানার দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার দুপুরে হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলিয়ে গেছেন। নিহতরা হলেন-হাতীবান্ধা থানা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এসআই আব্দুল মতিন ও কনস্টেবল হাজী মুজিবুল ইসলাম।

বকশীগঞ্জ (জামালপুর) : ট্রাক্টরের চাপায় ছাদিকুর নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাদিকুর একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা : আলমসাধু ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক স্বামী ও আরোহী স্ত্রী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ আল মাসুম ও তার স্ত্রী লিতা খাতুন জেলা শহরের শান্তিপাড়ার বাসিন্দা ছিলেন।

মঠবাড়িয়া (পিরোজপুর) : মঠবাড়িয়ায় ট্রাকচাপায় সোনা মিয়া খান (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। রোববার রাতে মঠবাড়িয়া-চরখালী সড়কের ঝাউতলা বাজারের কাছে এ ঘটনা ঘটে। সোনা মিয়া খান মিরুখালীর বাঁশবুনিয়া গ্রামের নইমুদ্দিন খানের ছেলে।

কুমিল্লা : দুই মোটরসাইকেলের সংঘর্ষে কামরুল হাসান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার বিকালে নগরীর কাপ্তানবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল নগরীর বিষ্ণপুর এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম : কাভার্ডভ্যানের ধাক্কায় ইব্রাহিম নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর টাইগারপাস মোড়ে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম চকবাজার থানার ল্যাবরেটরি স্কুল এলাকার বাসিন্দা ছিলেন।

মোহনগঞ্জ (নেত্রকোনা) : সোমবার বিকালে নিজ হ্যান্ডট্রলি চাপায় চালক বাদশা মিয়া (২০) নিহত হয়েছেন। তিনি ঝিমটি গ্রামের রমজান মিয়ার ছেলে। ঝিমটি-তেঁতুলিয়া সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

ধামরাই (ঢাকা) : ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের কচমচ বাসস্ট্যান্ড এলাকায় লেগুনা ও দ্রুতি পরিবহণের একটি বাসের সংঘর্ষে কমলা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের দত্তনালাই গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী।

সরিষাবাড়ী (জামালপুর) : সরিষাবাড়ীতে নসিমন (ভটভটি) খাদে পড়ে চালক আনিছুর রহমান আনিছের (৪৫) মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের ফয়েজ মোড়ে এ ঘটনা ঘটে। মহাদান ইউনিয়নের করগ্রাম গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

হবিগঞ্জ : লাখাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্র্যাক কর্মী এসএম কেরামত আলী মারা গেছেন। সোমবার সকালে উপজেলার মনতৈলে এ ঘটনা ঘটে। নিহত কেরামত আলী ময়মনসিংহের বাসিন্দা এবং লাখাই উপজেলার বুল্লা ব্র্যাক অফিসের মাঠকর্মী ছিলেন।

মাধবপুর (হবিগঞ্জ) : মাধবপুরে নানার বাড়িতে মায়ের মৃত্যুর খবর পেয়ে লাশ দেখতে যাচ্ছিলেন ছেলে আলাল মিয়া (৩০)। পথে ট্রাকের ধাক্কায় মারা যান তিনি। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হাড়িয়ায় তাকে বহনকারী অটোরিকশায় ধাক্কা দেয় একটি ট্রাক। নিহত আলাল মিয়া উপজেলার আদাঐর গ্রামের অনু মিয়ার ছেলে।

মানিকগঞ্জ : সোমবার সকালে ঘন কুয়াশার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়ায় সেলফি পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিরে খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা